Hooghly News: দুর্গাপুজোর কার্নিভালের জন্য বন্ধ থাকছে একাধিক রাস্তা, কোন পথ ধরবেন? আগেই জানুন
- Reported by:RAHI HALDAR
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
চুঁচুড়ার কারবালা মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে পিপুলপাতি, বকুলতলা, বড়বাজার হয়ে অন্নপূর্ণা ঘাটে হবে প্রতিমা নিরঞ্জন। মোট ১৮টি পুজো কমিটি অংশগ্রহণ করেছে এই বছরের কার্নিভালে।
হুগলি: বৃহস্পতিবার দুর্গাপুজোর কার্নিভাল সদর শহর চুঁচুড়ায়। এর জেরে বেশ কিছু রাস্তায় রয়েছে ‘নো এন্ট্রি’। পথচারীদের সুবিধার জন্য অন্য রাস্তা ব্যাবহার করার নির্দেশ দিয়েছেন পুলিশ প্রশাসন। চুঁচুড়ার কারবালা মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে পিপুলপাতি, বকুলতলা, বড়বাজার হয়ে অন্নপূর্ণা ঘাটে হবে প্রতিমা নিরঞ্জন। মোট ১৮টি পুজো কমিটি অংশগ্রহণ করেছে এই বছরের কার্নিভালে।
কার্নিভালে কোন রাস্তা ব্যবহার করা হবে, কোন রাস্তা দিয়ে ঠাকুর যাওয়া আসা করবে এবং কোন রাস্তায় নিত্যযাত্রীদের জন্য খোলা থাকবে সে সব কিছু জানিয়েছেন ডিসি হেডকোয়ার্টার ঈশানী পাল।
বৃহস্পতিবার বিকালে থেকে শুরু হবে এই বছরের দুর্গাপুজোর কার্নিভাল। গত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই বছর কার্নিভাল কে আরও সুন্দর ও দৃষ্টিনন্দন করে তোলা হবে। এবছর মোট ১৮টি বারোয়ারি কার্নিভালে অংশ গ্রহণ করবে। কার্নিভাল সুষ্ঠ পরিচালনার লক্ষে কমিশনারেটের ট্রাফিক বিভাগের তরফে শহরের একাধিক রাস্তায় নো-এন্ট্রি করা হয়েছে। পথচারীদের কথা মাথায় রেখে কিছু যাত্রাপথ অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
দর্শনার্থীদের নিরাপত্তা এবং কার্নিভাল সুষ্ঠ পরিচালনা করতে নিশ্চিত নিরাপত্তায় বেঁধে ফেলতে চাইছেন পুলিশ। নিরাপত্তার দায়িত্বে থাকছেন ডেপুটি কমিশনার পদমর্যাদার ৩ জন এবং অতিরিক্ত ডিসি পদমর্যাদার ২ জন আধিকারিক। এছাড়া ডিএসপি পদমর্যাদার ১০ জন আধিকারিক, ১৯ জন ইন্সপেক্টর এবং একশো মহিলা পুলিশ। থাকছে অ্যান্টি ক্রাইম টিম, সাদা পোশাকের পুলিশ কর্মী, এইচ আর এস এফ, ডিডি এবং এসবির টিম। গঙ্গার ঘাটে প্রস্তুত থাকছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। প্রস্তুত রাখা হবে অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপণ দফতরের কর্মীদের। এছাড়াও নজরদারি চালানো হবে সিসি ক্যামেরা এবং স্বয়ংক্রিয় ড্রোনের মাধ্যমে। শুধু কার্নিভাল রুট নয় নজরদারি চালানো হবে গোটা শহরেই।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 26, 2023 1:11 PM IST










