Santanu Banerjee: 'মাথায় বন্দুক ঠেকিয়ে...!' শান্তনুর ৫ বছর আগে 'কীর্তি' আসছে সামনে

Last Updated:

Santanu Banerjee: বছর পাঁচেক আগে তারকেশ্বর থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জিতে জেলা পরিষদের আসন পাকা করেন শান্তনু।

শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ছবি
শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ছবি
হুগলি: কিছুদিন আগে পর্যন্ত যে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেলার বাইরের মানুষরা চিনতেন না , ইডির হাতে গ্রেফতার হওয়ার পর থেকে মানুষের মুখে মুখে চর্চায় রয়েছে শান্তনুর নাম। বিভিন্ন ক্ষেত্রে উঠে আসছে তাঁর দাপটের কথা।
তৃণমূলের যুবার নেতা থেকে জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। বছর পাঁচেক আগে তারকেশ্বর থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জিতে জেলা পরিষদের আসন পাকা করেন শান্তনু। কিন্তু কীভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি ভোটে জিতলেন! তবে কি কেউ মনোনয়নপত্র জমা দেয়নি? নাকি কাউকে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি?
বিরোধীরা বলছেন, মনোনয়নপত্র জমা দেওয়া হলেও মাথায় বন্দুক ধরে তাঁদের মনোনয়নপত্র তুলে নিতে বাধ্য করেন শান্তনু। এমনটাই অভিযোগ বাম ও বিজেপির। এমনকি শাসক দলের লোকেরাও তাঁর সন্ত্রাসের বিরুদ্ধে মুখ খুলছেন।
advertisement
advertisement
বিজেপির হয়ে মনোনয়ন জমা দেওয়া সুনীল পাঁজা জানিয়েছেন, ভোটের আগে শান্তনুর গুন্ডাবাহিনী তাঁর বাড়িতে গিয়ে পৌঁছায়। বাড়ির ভেতরে তাঁর দুই বাচ্চার সামনে মাথায় বন্দুক ধরে মনোনয়ন তুলে নেওয়ার জন্য ভয় দেখায় শান্তনু ও তার গুন্ডা বাহিনী।
ঠিক একই অভিযোগ বাম সমর্থিত প্রার্থী তন্ময় জানারও। তিনি জানিয়েছেন, প্রার্থীপদ প্রত্যাহারের জন্য শান্তনু বন্দ্যোপাধ্যায় ও তাঁর লোকজন তার বাড়িতে গিয়ে নানা রকম চাপ দিতে সৃষ্টি করে তিনি মনোনয়নপত্র না তুললে তাঁর বাড়ি ভাঙচুর করে। তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি অবধি দেয়। এক প্রকার বাধ্য হয়েই মনোনয়নপত্র তুলে নিতে বাধ্য হন তাঁরা।
advertisement
বছর পাঁচ এর আগে তারকেশ্বর ৩৪ নম্বর আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন শান্তনু। এখন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার তিনি। শান্তনু গ্রেফতার হতেই একের পর এক বিতর্কিত তথ্য সামনে আসতে শুরু করেছে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Santanu Banerjee: 'মাথায় বন্দুক ঠেকিয়ে...!' শান্তনুর ৫ বছর আগে 'কীর্তি' আসছে সামনে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement