Hooghly News: পাশে পড়ে বাইক, রাস্তা থেকে উদ্ধার যুবকের দেহ! সাতসকালে তোলপাড় আরামবাগ

Last Updated:

রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকা যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সাতসকালে তীব্র চঞ্চল্য আরামবাগে

হুগলি: অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিল এক যুবক, পাশে উল্টে ছিল বাইক। কর্তব্যরত ট্রাফিক পুলিশের নজরে আসতেই ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনাটি আরামবাগের। জানা গিয়েছে, মৃত যুবকের নাম সন্তু দাস। তার বাড়ি গোঘাটে। পুলিশের অনুমান, বাইকে করে যাওয়ার সময় বড় কোন‌ও গাড়ির ধাক্কায় রাস্তায় অচেতন হয়ে পড়ে যান সন্তু।
মৃত যুবকের বাড়ি হুগলির গোঘাটের মদিনা এলাকায়। বুধবার সকালে আরামবাগের গঙ্গাধর রাইস মিল সংলগ্ন এলাকায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল। সঙ্গে সঙ্গে ওই যুবককে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
পলিশ সূত্রে খবর, বুধবার সকালে কর্তব্যরত কনস্টেবল হঠাৎই ওই যুবককে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। তাঁর সন্দেহ হ‌ওয়ায় কাছে গিয়ে বুঝতে পারেন যুবকের জ্ঞান নেই, সে আঘাত পেয়েছে। অনুমান বড় কোনও গাড়ির ধাক্কায় এই পরিণতি হয়। ওই যুবকের মাথায় হেলমেট ছিল না। ফলে তাঁর মাথায় আঘাত লেগেছে বলে পুলিশের ধারণা। এই ঘটনায় শোকে ভেঙে পড়েছে মৃত যুবকের পরিবার। তবে গোটা বিষয়টি নিয়ে তাঁরা সংশয় প্রকাশও করেন। কারণ ব্যস্ত রাস্তা থেকে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও কেউ দুর্ঘটনা ঘটতে দেখেননি। যা নিয়ে প্রশ্ন উঠছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: পাশে পড়ে বাইক, রাস্তা থেকে উদ্ধার যুবকের দেহ! সাতসকালে তোলপাড় আরামবাগ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement