Rath Yatra 2023: জন্ম বেদী থেকে কর্ম বেদী! ঐতিহ্যবাহী মাহেশে মাসিরবাড়ি ছুটি কাটিয়ে কাজে ফিরলেন জগন্নাথ দেব

Last Updated:

Rath Yatra 2023: মাহেশের ৬২৭ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রার শেষ দিন হল উল্টোরথ। রথ যাত্রার ৯ দিনের মাথায় জগন্নাথদেব মাসির বাড়ি থেকে রথে চেপে রওনা দেন নিজের মন্দিরে।   

+
কাজে

কাজে ফিরলেন জগন্নাথ দেব

হুগলি: মাহেশের ৬২৭ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রার শেষ দিন হল উল্টোরথ। রথ যাত্রার ৯ দিনের মাথায় জগন্নাথ দেব তার মাসির বাড়ি থেকে রথে চেপে রওনা দেন নিজের মন্দিরে। রথের দিনের গরমের থেকে উল্টো রথের দিন আবহাওয়া ঠান্ডা হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ভক্তদের মনে।
উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহকে দুপুর তিনটের সময় রথে তোলা শুরু হয়। বিগ্রহ রথের স্থাপন হলে বিকাল ৪ টে নাগাদ রথ রওনা দেয় নিজের বাড়ির উদ্দেশে। উল্টো রথের দিনেও জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে রথে চড়ে নিজের বাড়ি যাওয়া দেখার জন্য লক্ষাধিক ভক্তের সমাগম হয় শ্রীরামপুরের মাহেশে।
advertisement
advertisement
রথ উপলক্ষে জি টি রোডের এক অংশ নো এন্ট্রি করে দেওয়া হয় দুপুর থেকেই। রথের টান দেখতে আসা লক্ষাধিক ভিড়ের সমাগমকে সামাল দেওয়ার জন্য মজুদ ছিল পর্যাপ্ত পরিমাণের পুলিশ বাহিনী। রথের চাকা বিকেল চারটের পর গড়াতে শুরু করে মাসির বাড়ি থেকে এবং সন্ধ্যে ছটা নাগাদ তা এসে পৌঁছয় মাহেশ জগন্নাথ বাড়িতে।
advertisement
মাহেশ জগন্নাথ মন্দিরের সম্পাদক ও সেবাইত পিয়াল অধিকারী বলেন, ন’দিন মাসির বাড়িতে থাকার পর অবশেষে রাজ বেশে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে তার নিজস্ব মন্দিরে। বলা হয় এই ৯ দিন যে বেদিতে জগন্নাথ দেব ছিলেন সেটি হল তাঁর জন্ম বেদী। ৯ দিন বাদে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে মাহেশ জগন্নাথ মন্দিরের তাঁর কর্ম বেদিতে।
advertisement
রথের দিন ঘটেছিল একাধিক চুরির ঘটনা, তবে উল্টো রথের দিন আরও সচেতন হয়েছে পুলিশ প্রশাসন। এই বিষয়ে শ্রীরামপুর পুলিশের ডিসি অরবিন্দ আনন্দ বলেন, সিসিটিভিতে গোটা চত্বর মুড়ে ফেলা হয়েছে। নজরদারি চলছে ড্রোন ক্যামেরায়। পুলিশ যে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Rath Yatra 2023: জন্ম বেদী থেকে কর্ম বেদী! ঐতিহ্যবাহী মাহেশে মাসিরবাড়ি ছুটি কাটিয়ে কাজে ফিরলেন জগন্নাথ দেব
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement