হোম /খবর /হুগলি /
আলু তোলার মেশিন চলছে মাঠে, সরকারি সহায়তায় খরচ কমছে কৃষকের

Hooghly News: আলু তোলার মেশিন চলছে মাঠে, সরকারি সহায়তায় খরচ কমছে কৃষকের

X
title=

কৃষিকাজের গতি বাড়াতে প্র‌যুক্তির ব্যবহারে জোর। রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প  গ্রাম বাংলা চাষীদের কাছে পৌঁছে দিচ্ছে বিভিন্ন কৃষি সহায়ক ‌যন্ত্রপাতি।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

গোঘাট: কৃষি ক্ষেত্রে উন্নয়ন ঘটাতে রাজ্য সরকার গ্রাম বাংলার চাষীদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করতে। ঠিক একইভাবে চাষের উন্নতি ঘটাতে আলু তোলার মেশিন মাধ্যমে কৃষকদের সুবিধা দিচ্ছে।হুগলির গোঘাটের কৃষি দফতরের উদ্যোগে চাষীদের আলু তোলা মেশিন প্রদান করে।জানা যায় এই আলু তোলা মেশিনের মধ্য দিয়ে দ্রুত চাষীদের কাজ হচ্ছে। উন্নতি প্রযুক্তি তৈরি এই অত্যাধুনিক আলু তোলার মেশিনের সাহায্যে অল্পব্যয়ে আলু ভাঙছে কৃষকরা।

বিঘা পর বিঘা জমি কম সময়ের মধ্যে দিয়ে মেশিন আলু ভাঙছে।প্রায় ৯৮ হাজার ৮০০ টাকা আলুর মেশিনটি কিনতে খরচ।তবে মাটির কথা প্রকল্পে কৃষকরা ৪৯ হাজার টাকা ভর্তুকি পাচ্ছেন।এর ফলে সহজেই জমিতে আলু তোলার জন্য এই মেশিন কিনতে পারছেন হুগলির কৃষকরা।

আরও পড়ুন: পরীক্ষা শুরুর আগে হাতে এল গোলাপ ও পেন, উপহারে খুশি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা

এই বিষয়ে কৃষক শেখ আব্দুল মান্না বলে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিলাপ করার পর কৃষি দফতরে যোগাযোগ করতে হয়েছিল।কিছুদিন পর সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করার পরেই এই মেশিনটির সুবিধা পাই। আলু ভাঙার ক্ষেত্রে দ্রুত কাজ হচ্ছে।ব্যবসার ক্ষেত্রেও মেশিন থেকে রোজগার পথ হবে বলে জানান।তিনি সরকারকে সাধুবাদ জানিয়েছেন।

কৃষি দফতরের এডিও সুদীপ ভট্টাচার্য বলেন আলু তোলা মেশিনের মধ্য দিয়ে কম সময় এবং শ্রমিকের খরচ কমানোর জন্যই এই প্রকল্প ব্যবহার করে। এছাড়াও অন্য ক্ষেত্রেও এই মেশিন কৃষকরা ব্যবহার করতে পারবে। আস্তে আস্তে আলু তোলার মেশিন জনপ্রিয় হয়ে উঠছে বলে জানান।

Suvojit Ghosh

Published by:Pooja Basu
First published:

Tags: Hooghly, South bengal news