Hooghly News: বর্ষার শুরুতেই জলযন্ত্রণা ডানকুনিতে, নর্দমার নোংরা জলে একাকার

Last Updated:

বৃষ্টির জমা জল ও নর্দমার নোংরা জলে দুর্ভোগে পড়েছে ডানকুনির মানুষ

+
title=

হুগলি: ডানকুনি পুরসভার একাধিক এলাকা অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে। তার উপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে নালা নর্দমার জল উপচে রাস্তায় উঠে আসা। ডানকুনির স্টেশন পল্লি, দক্ষিণ সুভাষ পল্লি, তাঁতিপাড়া, উত্তর সুভাষ পল্লি এই এলাকাগুলিতে জল জমার কারণে নিত্যদিনের যাতায়াত করতে গিয়ে দুর্ভোগের মুখে পড়ছে সাধারণ মানুষ। এই সমস্ত এলাকাগুলিতে একাধিক জায়গায় নর্দমা বুজে যাওয়ার কারণে রাস্তায় উঠে এসেছে নোংরা জল।
এখনও বর্ষাকাল পুরোপুরিভাবে আসেনি। তার আগেই জল যন্ত্রণায় ভুগছে ডানকুনির মানুষ। ঘোর বর্ষায় কী হবে তাই নিয়ে এখন থেকেই দুশ্চিন্তার ভাঁজ স্থানীয় মানুষদের কপালে। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গি। ডানকুনির ১৩ নম্বর ওয়ার্ডে আছে একটি প্রাথমিক স্কুল। তার সামনে নোংরা জল জমে যাওয়ায় ছুটি দিয়ে দিতে হয়েছে।
advertisement
advertisement
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া জানিয়েছেন, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে হুগলিতে। এখনও মৃত্যু না হলেও তিনশো ছুঁয়েছে আক্রান্তের সংখ্যা। তবে পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় আছে প্রশাসন। গত বছর হুগলিতে সাত হাজারের বেশি ডেঙ্গু আক্রান্ত ছিল। চলতি বছরের জানুয়ারি মাস থেকে জুলাই পর্যন্ত হুগলি জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তিনশো ছাড়িয়েছে। যার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ২০ জন।
advertisement
ডানকুনির পুরপ্রধানের দাবি, জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা তৈরি করছে বলে নিকাশির সমস্যা হচ্ছে। রাস্তাগুলো উঁচু হয়ে যাওয়ার কারণে বর্ষার জল ঢুকে পড়ছে এলাকায়। ডিএম এসডিও সকলে মিলে বৈঠক করে জল যন্ত্রণা থেকে কীভাবে নিস্তার পাওয়া যাবে তার চেষ্টা করা হচ্ছে।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বর্ষার শুরুতেই জলযন্ত্রণা ডানকুনিতে, নর্দমার নোংরা জলে একাকার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement