Hooghly News: বছরে মাত্র ২৪০ টাকা বেতনে জেলায় চালু হচ্ছে ইংরেজি মাধ্যম স্কুল

Last Updated:

জেলার মধ্যে এই প্রথম বার শুরু হতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদের ইংরেজি মাধ্যমের স্কুল। খুবই অল্প খরচে দুঃস্থ অথচ মেধাবী ছাত্র-ছাত্রীরা পড়ার সুযোগ পাবেন এই স্কুলে।

+
জিরাট

জিরাট কলোনি হাই স্কুল

হুগলি: জেলার মধ্যে এই প্রথম বার শুরু হতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদের ইংরেজি মাধ্যমের স্কুল। খুবই অল্প খরচে দুঃস্থ অথচ মেধাবী ছাত্র-ছাত্রীরা পড়ার সুযোগ পাবেন এই স্কুলে। হুগলির জিরাট কলোনী উচ্চ বিদ্যালয় তাড়াতাড়ি শুরু হতে চলেছে বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যমের স্কুল। বার্ষিক ২৪০ টাকা বেতনের বিনিময়ে এই ইংরেজি মাধ্যম থেকে পড়াশোনা করার সুযোগ পাবেন ছাত্র-ছাত্রীরা।
গত প্রায় দু’বছর চেষ্টা করার পরে অবশেষে জিরাট কলোনী উচ্চ বিদ্যালয় ইংরাজি মাধ্যম শুরু করার অনুমোদন পত্র স্কুলকে পাঠিয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার। হুগলি জেলার একমাত্র স্কুল হিসেবে জিরাট কলোনী স্কুলই এই মর্যাদার অধিকারী হল, যেখানে একই সঙ্গে বাংলা এবং ইংরাজি মাধ্যমের পড়াশুনা চলবে। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ইচ্ছুক ছাত্র ছাত্রীরা এই স্কুলে ইংরাজি মাধ্যমে পড়ার সুযোগ পাবে।
advertisement
advertisement
হুগলি তথা বলাগড় ব্লকে গজিয়ে ওঠা ছড়িয়ে ছিটিয়ে ইংরাজি মাধ্যম বেসরকারি স্কুলগুলিতে বলাগড়ের মতন গরীব অঞ্চলে মেধাবী ছাত্র ছাত্রীরা টাকার জন্য ভর্তি হতে পারে না। সেখানে পশ্চিমবঙ্গ সরকারের ঠিক করে দেওয়া বছরে ২৪০ টাকায় পড়তে পারবে ইংরাজি মাধ্যম স্কুলে। একই সাথে চলবে বাংলা এবং ইংরাজি মাধ্যম স্কুলে।
advertisement
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড. আবদুল শরীফ শেখ বলেন, ” স্কুলের শিক্ষক শিক্ষিকারা অনেকেই সিবিএসসি, আইসিএসসিতে পড়া। তারা স্বেচ্ছায় রাজি হয়েছেন দায়িত্ব নিতে।”
আরও পড়ুন ঃ বাঁশবেড়িয়া স্টেশনে ওভার-হেডের তার ছিড়ে বিপত্তি! বন্ধ ব্যান্ডেল কাটোয়া শাখার ট্রেন চলাচল! আটকে বহু ট্রেন!
স্কুল সভাপতি পার্থ চট্টোপাধ্যায় বলেন, ” আমি বিদ্যালয়ের সভাপতি হয়ে আসার পরে দুটি সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রথম, স্কুলকে কোয়েড করা, ২০১১-১২ তে তা পেরেছি।দ্বিতীয়টি এই স্কুলে ইংরাজি মাধ্যম শুরু করা। আমরা তা পেরেছি। সরকার এতটা স্কুলকে সহযোগিতা করলেন। মানবিক সরকারকে কি ভাষায় ধন্যবাদ দেবো তার ভাষা আমাদের জানা নেই।”
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বছরে মাত্র ২৪০ টাকা বেতনে জেলায় চালু হচ্ছে ইংরেজি মাধ্যম স্কুল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement