Hooghly News: জলজ্যান্ত গাছ কেটে ফেলা হচ্ছে, উত্তরপাড়া পৌরসভায় কী চলছে?
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
হুগলির উত্তরপাড়া কেটে ফেলা হচ্ছে একের পর এক গাছ। স্থানীয় বিজেপি কর্মীরা দেখতে পেয়ে বাধা দেয়।
হুগলি: কাটা হচ্ছে একের পর এক জলজ্যান্ত বৃক্ষ। ঘটনা হুগলির উত্তরপাড়ার এলাকার। একের পর এক গাছ কেটে সাফ করে দেওয়ার অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে পুরসভার মদতে উত্তরপাড়া শহর জুড়ে চলছে বৃক্ষ নিধন, এমনই অভিযোগ বিজেপির। তবে উত্তরপাড়ার ভাইস চেয়ারম্যানের দাবি বেআইনি গাছ কাটা পুরসভা সমর্ছে? করেনা, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
উত্তরপাড়া পুরসভার শিবতলা শ্মশানঘাট সংলগ্ন এলাকার একটি বন্ধ হয়ে যাওয়া পাথর কলের ভিতর বেশকিছু প্রাচীন গাছ কেটে ফেলা হচ্ছিল। স্থানীয় বিজেপি কর্মীরা দেখতে পেয়ে বাধা দেয়। যে গাছ কাটছিল সেই ঠিকাদার দয়ানন্দ মিশ্রকে জিজ্ঞাসা করায় সে জানায় তাকে গাছ কাটার বরাত দেওয়া হয়েছে। কে দিয়েছে কেন দিয়েছে সে প্রশ্নের উত্তর দিতে পারেনি সে।
advertisement
আরও পড়ুন ঃ বিদ্যুৎপৃষ্ট হওয়ার আতঙ্ক মাথায় নিয়ে এক হাঁটু জল দিয়ে যাতায়াত
বিজেপি উত্তরপাড়া মন্ডলের সভাপতি সঞ্জয় বনিকের অভিযোগ, পুরসভার মধ্যে উত্তর পাড়ার বিভিন্ন জায়গায় গাছ কাটা হচ্ছে। শিবতলা ঘাটের পাশে গাছ কাটা হচ্ছিল জানতে পেরে আমরা আসি, বারণ করি। এখানে প্রমোটিং এর উদ্দেশ্য নিয়ে গাছ কাটা হচ্ছে বলে মনে হয়। এই গাছ কাটা বন্ধ না হলে আমরা এরপরে আন্দোলনে নামবো।
advertisement
advertisement
উত্তরপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান খোকন মন্ডল বলেন, উত্তরপাড়া শিবতলা ঘাটের কাছে কিছু বেআইনি গাছ কাটছিল বলে শুনেছি। পুরসভা গাছ কাটা সমর্থন করেনা। আমরা চাইছি পুরসভায় একটা লিখিত অভিযোগ জানাক কেউ। তাহলে আমরা তদন্ত করে ব্যবস্থা নিতে পারব।
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2023 5:41 PM IST