Hooghly News: তৈরি সাজানো রেল স্টেশন তবু স্পর্শ করল না রেলের চাকা
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
শ্রীরামকৃষ্ণের জন্মস্থানের নাম অনুসারে রেলটেশন তৈরি হয় কামারপুকুর রেল স্টেশন। কিন্তু সেই স্টেশনে আজও অবধি ট্রেন এলো না।
গোঘাট: বিশ্ব তথা ভারতবর্ষের মানুষের কাছে অন্যতম এক পবিত্র স্থান হল ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর। এলাকার মানুষের কথা ভেবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থানের নাম অনুসারে তৈরি হয় কামারপুকুর রেল স্টেশন। কিন্তু এখনো স্টেশনে রেল এলো না। আক্ষেপ এলাকার মানুষের। পাশাপাশি সারা হুগলি জেলার মানুষের স্বপ্ন ছিল হাওড়া থেকে তারকেশ্বর হয়ে আরামবাগ এবং আরামবাগ থেকে কামারপুকুর রেল স্টেশন হয়ে বিষ্ণুপুর যাবে ট্রেন। কিন্তু গোঘাট পর্যন্ত রেল চলাচল করলেও ঠাকুরের জন্মস্থান কামারপুকুরে এখনও রেলের চাকা স্পর্শ করল না।
কোনও এক অজ্ঞাত কারণে নিস্তব্ধ হয়ে পড়ে রয়েছে রেলস্টেশনটি। পবিত্র এই স্থান দিয়ে রেল বিষ্ণুপুর পর্যন্ত চলাচল করুক এই দাবি তুলেছিলেন স্থানীয় মানুষজন। কিন্তু সেই দাবি কবে পূরণ হবে, এখন সেদিকেই তাকিয়ে এলাকার মানুষ।
আরও পড়ুন ঃ রাখে হরি তো মারে কে! যন্ত্রণা থেকে মুক্তি পেতে গঙ্গায় ঝাঁপ বৃদ্ধার, তবু প্রাণে বেঁচে গেলেন
advertisement
advertisement
জানা গিয়েছে, গোঘাটের একটি প্রত্যন্ত গ্রাম হলো ভাবাদিঘি। দীঘির নামে গ্রামের নাম। স্বাভাবিকভাবে ভাবাদীঘি নিয়ে ব্যাপকভাবে আবেগ জড়িত আছে গ্রামের মানুষের। দীঘির উপর দিয়ে রেল লাইন তৈরি নিয়ে গ্রামের মানুষের আপত্তিতে বন্ধ হয়ে পড়ে রয়েছে রেলপথ তৈরির কাজ। এখনো কাটেনি ভাবাদিঘি থেকে রেল জট। ক্ষোভে ফুঁসছেন ভাবাদিঘির মানুষজন।
রেল জট কাটাতে প্রশাসন থেকে শুরু করে শাসক দলের নেতারা বারে বারে ভাবাদিঘির মানুষের সঙ্গে আলোচনা করেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। গ্রামের মানুষের একটাই দাবি দীঘি বাঁচিয়ে রেলপথ হোক। দীঘির মাঝখান দিয়ে রেললাইন করা যাবে না। শুরু হয় ভাবাদিঘিকে কেন্দ্র করে আন্দোলন। আর এই আন্দোলনে জেরে বিষ্ণুপুর পর্যন্ত রেল চলাচল বন্ধ হয়ে পড়ে রয়েছে।
advertisement
এই কারনেই কামারপুকুর রেল স্টেশন তৈরি হয় পড়ে রয়েছে। রেল আসার অপেক্ষায় যেন প্রহর গুনছে এলাকার মানুষ। স্থানীয়রা জানান, “প্রত্যেকদিনই যেন স্বপ্ন দেখি এই বুঝি কামারপুকুর স্টেশনে ট্রেন এলো। কিন্তু চোখ খুলে বাস্তবতা বুঝতে পারি। তবে আশা রয়েছে একদিন আমাদের এই কামারপুকুর স্টেশন দিয়ে বিষ্ণুপুরে ট্রেন চলাচল করবে।” সব মিলিয়ে ভাবাদিঘি জটে আটকে পড়ে রয়েছে কামারপুকুর রেল স্টেশন। কবে এই স্টেশনে কোলাহল দেখা যাবে, কবে চলবে রেল, সেই দিকেই তাকিয়ে এলাকার মানুষ।
advertisement
Suvojit Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2023 1:37 PM IST