Hooghly News: টাকা জালিয়াতির নতুন ফন্দি ফাঁস! চেক ব্যবহার করলে এখনই সাবধান হয়ে যান

Last Updated:

Hooghly News: হুগলিতে জাল চেক তৈরি করে চলছিল টাকা জালিয়াতির করবার।

+
title=

#হুগলি: জাল চেক তৈরি করে চলছিল টাকা জালিয়াতির করবার। এমনকী গ্রাহকের জাল সই তৈরি করে ব্যাংক থেকে টাকা তোলা হচ্ছিল। গ্রাহকের কিছু বোঝার আগেই তাঁর একাউন্ট থেকে টাকা উধাও। একজন নয়, গোটা ৮ জন মিলে চালাচ্ছিল জালিয়াতির চক্র। চন্দননগর সাইবার ক্রাইম থানার বড় সাফল্য, গ্রেপ্তার করল একসঙ্গে ৮ জনের জালিয়াতের গ্যাং।
ব্যান্ডেল সাহাগঞ্জের সনৎ কুমার মন্ডল চন্দননগর পুলিশের সাইবার সেল থানায় অভিযোগ দায়ের করেন গত ১১ জুন। তাঁর এসবিআই এ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ ৯০ হাজার টাকা তুলে নেওয়া হয় চেক ভাঙিয়ে।
advertisement
গত ২৪ মে মোবাইলে মেসেজ আসার পর সনৎবাবু জানতে পারেন।ব্যাঙ্গালোরে চাকরি করেন সাহাগঞ্জের বাসিন্দা সনৎ মন্ডল।ব্যাঙ্কে গিয়ে খোঁজ নিয়ে পাশবই আপডেট করে জানতে পারেন, জাল চেকে টাকা তোলার কথা। অথচ যে চেক ভাঙিয়ে টাকা তোলা হয়েছে, সেটি সনৎ বাবুর কাছেই রয়েছে।
advertisement
অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে ১৬ তারিখে প্রথম গ্রেফতার করে আমডাঙার সুরজ হোসেনকে। এর পর আরও সাতজনকে গ্রেফতার করে চন্দননগর পুলিশের গোয়েন্দারা।
দেখা যায় যে সুরজ হোসেনের এ্যাকাউন্টে সেই চেকের টাকা ঢুকেছে।তাকে গ্রেফতারের পর পুলিশ জেরা করে বিরাট প্রতারণা চক্রের হদিশ পায়। রীতিমতো চেক ছাপিয়ে বিভিন্ন লোকের এ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে ফেলত এই চক্র।
advertisement
ধৃতদের কাছ থেকে ডেবিট কার্ড, ১১ টা ক্রেডিট কার্ড, প্রিন্টার,মাইক্রো এস ডি কার্ড,বিভিন্ন ব্যাঙ্কের চেক বই, ৯ টা মোবাইল ফোন এবং সনৎ মন্ডলের স্পেসিমেন সই উদ্ধার করে। নৈহাটির একটি ব্যাঙ্ক থেকে টাকা তোলা হয়েছিল সেখানকার সিসি টিভি ফুটেজ তদন্তে কাজে লাগায় পুলিশ।
বারাসাতের বাবান মজুমদার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুক্তিতে কাজ করত। সেই বিভিন্ন গ্রাহকের তথ্য সরবরাহ করে বলেও জানতে পারে তদন্তকারীরা।আজ চুঁচুড়ায় সাইবার ক্রাইম থানায় ডিসিপি চন্দননগর নীধি রানী এসিপি ডিডি বিশ্বজিৎ নস্কর সাংবাদিক সম্মেলন করেন।
advertisement
ডিসিপি বলেন, একজন গ্রাহকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। খুব দ্রুত প্রতারণা চক্রের হদিশ মেলার পর তাদের গ্রেফতার করা হয়। টাকা উদ্ধার হয়।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: টাকা জালিয়াতির নতুন ফন্দি ফাঁস! চেক ব্যবহার করলে এখনই সাবধান হয়ে যান
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement