Hooghly News: পূর্ব রেলের নতুন জিএম-র ভাবাদিঘি সফর, দাবিতে অনড় স্থানীয়রা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
ভাবাদিঘির উপর দিয়ে রেল লাইন নিয়ে যাওয়ায় আপত্তি আছে স্থানীয় বাসিন্দাদের। এর জেরেই হুগলির গোঘাট-কামারপুকুর রেল প্রকল্পের কাজ বন্ধ হয়ে পড়ে আছে।
হুগলি: হঠাৎই এক ঝটিকা সফরে গোঘাটের ভাবাদিঘি পরিদর্শনে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমরপ্রকাশ দ্বিবেদি। তিনি সদ্য দায়িত্বভার গ্রহণ করেছেন। তারপরই পূর্ব রেলের যে সকল প্রকল্প নিয়ে জটিলতা আছে সেগুলি পরিদর্শন করছেন। আরামবাগ মহকুমায় রেললাইন সম্প্রসারণের কাজ চললেও ভাবাদিঘির উপর দিয়ে লাইন নিয়ে যাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলছে। এই প্রেক্ষাপটে পূর্ব রেলের জিএম-র সফর ঘিরে আশার আলো দেখতে শুরু করেছেন আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকার মানুষ।
ভাবাদিঘির উপর দিয়ে রেল লাইন নিয়ে যাওয়ায় আপত্তি আছে স্থানীয় বাসিন্দাদের। এর জেরেই হুগলির গোঘাট-কামারপুকুর রেল প্রকল্পের কাজ বন্ধ হয়ে পড়ে আছে। পূর্ব রেলের নতুন জেনারেল ম্যানেজার ভাবাদিঘি পরিদর্শনে এলে স্থানীয় বাসিন্দারা পোস্টার তুলে ধরে জানান, এই জলাশয় বাঁচিয়েই রেললাইন নিয়ে যেতে হবে। যদিও এই দাবি-দাওয়া নিয়ে রেলের কর্তারা তাঁদের সঙ্গে কোনও কথা বলছেন না বলে দাবি ক্ষুব্ধ এলাকাবাসীর।
advertisement
advertisement
ভাবাদিঘি বাঁচাও আন্দোলনের সঙ্গে জড়িতদের বক্তব্য, তাঁরাও চান দ্রুত গোঘাট কামারপুকুর রেল লাইনের কাজ শেষ হোক। কিন্তু তা ভাবাদিঘিকে বাঁচিয়ে করতে হবে। তাঁদের অভিযোগ, এই প্রকল্প নিয়ে রেলের সদিচ্ছার অভাব আছে। তাই তাঁরা কোনরকম আলোচনায় যেতে চাইছেন না।
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2023 4:41 PM IST