Murshidabad News: অভিষেক থাকাকালীন মুর্শিদাবাদে উদ্ধার বিপুল তাজা বোমা! দেখুন কীভাবে নিষ্ক্রিয় করা হল

Last Updated:

এই মুহূর্তে 'তৃণমূলে নব জোয়ার' যাত্রা নিয়ে মুর্শিদাবাদে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই জেলাজুড়ে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তারই মধ্যে এই তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে

+
title=

মুর্শিদাবাদ: পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলায় বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় যেন বিরাম নেই। ফের ভরতপুরে উদ্ধার হল ৫ টি তাজা সকেট বোমা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
এই মুহূর্তে ‘তৃণমূলে নব জোয়ার’ যাত্রা নিয়ে মুর্শিদাবাদে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই জেলাজুড়ে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তারই মধ্যে এই তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। ভরতপুরের আমলাই পঞ্চায়েতের ভালুইপাড়া- গোপালপুরে রাস্তার একটি কালভার্টের তলা থেকে বোমাগুলি উদ্ধার হয়।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে মাঠে কাজ করতে গিয়ে স্থানীয় কৃষকরা প্রথম বোমাগুলি দেখতে পান। এর পরই খবর দেওয়া হয় ভরতপুর থানায়। পুলিশের পাশাপাশি এলাকায় এসে পৌঁছয় বোম্ব স্কোয়াড। তারা ওই বোমাগুলি নিষ্ক্রিয় করে। এদিকে কে বা কারা কী উদ্দেশ্যে সকেট বোমাগুলি মজুত করে রেখেছিল তা জানতে তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ।
advertisement
বোম্ব স্কোয়াড এলাকার একটি ফাঁকা মাঠে বোমাগুলি নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে। এলাকাবাসীদের অনুমান, পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখেই দুষ্কৃতীরা বোমা তৈরি করছিল। কোনও বিশেষ কারণেই তারা কালভার্টের তলায় বোমাগুলো লুকিয়ে রেখেছিল। ভোরবেলায় চাষিদের নজরে পড়ে যাওয়ায় বড় কোন‌ও বিপদ ঘটেনি।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: অভিষেক থাকাকালীন মুর্শিদাবাদে উদ্ধার বিপুল তাজা বোমা! দেখুন কীভাবে নিষ্ক্রিয় করা হল
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement