Mother and Son: দিন আনি দিন খাই পরিবার, ছেলের কিডনি বিকল, মায়ের মরিয়া চেষ্টা, কিন্তু তাও
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
Mother and Son: ছেলেকে কিডনি দিতে চান মা,বাধা অর্থের অভাব
পুরশুড়া: ছেলের দুটি কিডনিই বিকল। কলকাতার শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ছেলেকে বাঁচাতে নিজের একটি কিডনি দিতে চান তাঁর মা। কিন্তু তার জন্য প্রয়োজন তড়িঘড়ি পিজি বা অন্য কোনও উন্নত মানের হাসপাতালে ভর্তি করার। চেষ্টা সত্ত্বেও তা সম্ভব হচ্ছে না।
পাশাপাশি কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন প্রচুর টাকার। আর সেটাই কীভাবে জোগাড় হবে তা ভেবেও দিশেহারা হয়ে পড়েছেন বাবা-মা। ঘটনাটি হুগলির পুরশুড়া থানার ভাঙ্গামোড়া গ্রাম পঞ্চায়েতের বাখরপুর গ্রামের। অসুস্থ ছেলের নাম অমিত সাঁতরা। তিনি পুরশুড়া থানার অধীনে সিভিক ভলেন্টিয়ারের কাজ করতেন। হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় কিডনি বিকল হয়ে যাওয়ার ঘটনা ধরা পড়ে।
advertisement
আরও পড়ুন- Cyclone Mocha on IPL: পশ্চিমবঙ্গ অ্যালার্টে, ইডেনের ম্যাচে আবহাওয়া কেমন থাকবে, হাতে গরম আপডেট
advertisement
আরও পড়ুন – IMD Cyclone Mocha Alert: জলে ফুঁসছে মোকা, দক্ষিণবঙ্গ জ্বলছে, ঘূর্ণিঝড়ের মতিগতি কেমন, হিটওয়েভের আপডেট
advertisement
তাঁর ভাই বলেন দাদার অবস্থা খুব একটা ভাল নেই। সুস্থ করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন। কোনওরকমে দিনমজুর করে সংসার চলে কিন্তু তারপরেও চিকিৎসা করাতে এত টাকা কিভাবে জোগাড় হবে সেটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সকলেই
মা মালতী সাঁতরা জানান, তাঁদের জমি জায়গাও কিছুই নেই। তাই কিভাবে এত টাকা জোগাড় হবে তা তাঁরা ভেবে পাচ্ছেন না। আত্মীয়-স্বজনরা কেউ কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। কিন্তু প্রয়োজনের তুলনায় তা নিতান্তই কম। তাই কিভাবে এত টাকা জোগাড় করবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবারের সদস্যরা।
advertisement
Suvojit Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2023 4:35 PM IST