Hooghly News: এক স্কুল শিক্ষিকার গলার হার ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা

Last Updated:

দিনের পর দিন ছুরি ছিনতাই এর ঘটনা বেড়েই চলেছে হুগলির কোন্নগরে। এদিন স্কুল ফেরত এক শিক্ষিকার গলার হার ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা।

হুগলি: আবারো ছিনতাই শহরে। স্কুল ফেরত এক শিক্ষিকার গলার হার ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে। বুধবার বিকেলের এই ছিনতাই-এর ঘটনায় আতঙ্ক দানা বাঁধছে শহরবাসীর মনে। সিসিটিভি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, বুধবার স্কুল সেরে বাড়ি ফিরছিলেন শিক্ষিকা বাসন্তী টুডু। তিনি কোন্নগরের আশালতা স্কুলের শিক্ষিকা। কোন্নগর রবীন্দ্রভবন এলাকায় তার বাড়ি। প্রতিদিনের মতন ছুটির পর পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। বারোয়ারীতলা এলাকার হঠাৎই পিছন থেকে একজন দৌড়ে এসে তার গলায় থাকা সোনার হার টেনে ছিড়ে নিয়ে দৌড় দেয়।
আরও পড়ুন ঃ একাধিক জায়গায় আবর্জনায় বন্ধ নালা নর্দমা, ডেঙ্গির আঁতুরঘর ডানকুনি
ঘটনাটি ঠিক এমন জায়গায় ঘটেছিল সেখানে রয়েছে রাস্তার একটি মোড়। সেই মোড়ের অপর প্রান্তে আগে থেকেই বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল অন্য একজন। ছিনতাইকারী ছিনতাই করে এসে বাইকে বসে তখনই পালায় এসি চ্যাটার্জি স্ট্রিট ধরে। ঘটনায় ওই স্কুল শিক্ষিকা কোন্নগর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, লিখিত অভিযোগ দায়ের করার পরে থেকেই ছিনতাইকারীকে ধরতে তৎপর হয় পুলিশ প্রশাসন। এলাকার সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে শুরু হয়েছে তল্লাশি। ছিনতাইকারীদের ধরতে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে নাকা চেকিং।
আরও পড়ুন ঃ হু হু করে ঢুকতে পারে বন্যার জল, ঘর ছাড়ার আশঙ্কায় দিন গুনছে এই গ্রামের বাসিন্দারা
প্রসঙ্গত হুগলির উত্তরপাড়া থানার বিভিন্ন এলাকায় বেড়েই চলেছে চুরি ছিনতাই এর ঘটনা। কখনো একাকী বৃদ্ধার কানের দুল চুরি করতে গিয়ে কান ছিঁড়ে নিয়ে পালিয়েছিল দুষ্কৃতীরা, আবার কিছুদিন আগে হিন্দমোটরের ডিম ব্যবসায়ীকে গুলি করে তার গাড়ি নিয়ে পালায় দুষ্কৃতিরা। আবার কখনো ফাঁকা বাড়িতে চুরি। ক্রমাগত বেড়ে চলা চুরি ও ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত এলাকার স্থানীয় মানুষজন।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: এক স্কুল শিক্ষিকার গলার হার ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement