Rathayatra 2023: মাহেশে ৬০০ বছরেরও প্রাচীন রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে, সাজছে ব্রিটিশ সংস্থার তৈরি রথ
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Rathayatra 2023: জি টি রোডের উপরে সারা বছর দাঁড়িয়ে থাকা রথটি নতুন রঙে সেজে উঠছে বিশেষ দিন উপলক্ষে
রাহী হালদার, হুগলি: মাহেশের ৬২৭ বছরের ঐতিহ্যপূর্ণ রথযাত্রার বাকি আর মাত্র কয়েকটা দিন। মন্দির প্রাঙ্গণ ও মেলার মাঠের প্রস্তুতিও চলছে জোর কদমে। এই সময় মন্দিরের গর্ভগৃহে নিভৃতবাসে রয়েছেন স্বয়ং জগন্নাথ দেব। তারই মধ্যে সেজে উঠছে তাঁর ভ্রমণ করার রথ। মাহেশের রথযাত্রার দিন কয়েক আগে থেকে শুরু হয় রথ মেরামতির প্রস্তুতি। জি টি রোডের উপরে সারা বছর দাঁড়িয়ে থাকা রথটি নতুন রঙে সেজে উঠছে বিশেষ দিন উপলক্ষে।
মাহেশের রথযাত্রা উৎসব ৬২৭ বছরের পুরাতন। আর মাহেশের রথের বয়স প্রায় দেড়শো বছর। ব্রিটিশ কোম্পানির লোহার তৈরি এই রথের সঙ্গে একটি কথিত কাহিনীও রয়েছে। বর্তমানের লোহার রথের জায়গায় আগে ছিল কাঠের রথ। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ কারণে কয়েকবার সেই রথ নষ্ট হয়েছিল। এর থেকে স্থায়ী সমাধান খোঁজেন শ্যামবাজারের বসু পরিবার। তৎকালীন হুগলির দেওয়ান ছিলেন কৃষ্ণচন্দ্র বসু। তিনি কুড়ি হাজার টাকা ব্যয়ে তৈরি করিয়েছিলেন এই রথটি। ব্রিটিশ মার্টিন বার্ন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয় এই রথ তৈরির জন্য। রথের সামনে থাকে দুটি সাদা ও নীল রঙের তামার তৈরি ঘোড়া। সেটি তৈরি করে দিয়েছিল জয় ইঞ্জিনিয়ারিং কোম্পানি।
advertisement
advertisement
রথের মধ্যে রয়েছে ১২ টি বড় বড় লোহার চাকা। দুটি তামার তৈরি অশ্ব। একজন তামার তৈরি রথের সারথি। রথের মধ্যে আঁকা থাকে জগন্নাথ দেবের ৯৬ জোড়া চোখ। রথের একদম চতুর্থ তলায় অর্থাৎ শীর্ষে বিরাজ করেন স্বয়ং জগন্নাথ দেব। তার নিচের তলাগুলিকে রামলীলার চিত্র কৃষ্ণ লীলার চিত্র চৈতন্যলীলার চিত্রে সাজিয়ে তোলা হয়।
advertisement
এই বিষয়ে মহেশ জগন্নাথ মন্দিরের সেবাইত পিয়াল অধিকারী বলেন , ‘‘ মাহেশ জগন্নাথ মন্দিরকে এই রথটি প্রদান করেছিলেন বর্তমান শ্যামবাজারের বসু পরিবার। তাঁদেরই দায়িত্বে থাকে এই রথটি। রথটিকে সুরক্ষা প্রদান করার জন্য অনেক চিন্তাভাবনা করা হয়েছিল। কিন্তু রথের চাকা কোথায় থামবে তা নির্ধারণ করেন একমাত্র জগন্নাথ দেব। তাই প্রতিবছর এক জায়গায় থাকে না মাহেশের রথ।’’
Location :
Kolkata,West Bengal
First Published :
June 17, 2023 10:20 PM IST