হুগলি: জেলায় মাধ্যমিক পরীক্ষা কেমন হচ্ছে তা দেখতে এসে সন্তোষ প্রকাশ করলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান হয়ে আজ হুগলিতে মাধ্যমিক পরীক্ষা দেখতে আসেন মাধ্যমিক পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
হুগলির বলাগড়ের গুপ্তিপাড়া উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থাপনা দেখেন পর্ষদ সভাপতি। পর্ষদ সভাপতি প্রশ্ন ফাঁস প্রসঙ্গে বলেন, প্রশ্ন ফাঁসের কোনও বিষয় নেই। ছবি দিয়ে প্ররোচনা দেওয়া হয়েছে মাত্র। যারা সিস্টেমকে কালিমালিপ্ত করে মানুষকে বিভ্রান্ত করে, তাদের জন্য আমার কোনও সহানুভূতি নেই। আমরা কিছু জায়গাগুলোকে চিহ্নিত করেছি। আমরা জানিয়েছি। সেগুলো জেলা প্রশাসনকে জেলা প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।
তিনি আরও বলেন, আমরা যখন কনফার্মেশন পাবো, তখন আপনাদের জানাবো। মাধ্যমিক পরীক্ষার্থী কমছে ভোটার বাড়ছে পঞ্চায়েতের আগে শুভেন্দুর টুইট প্রসঙ্গে পর্ষদ সভাপতি বলেন, মাধ্যমিক পরীক্ষার্থী কেন কমেছে, এ নিয়ে বিশদে আলোচনা হয়েছে। পরীক্ষার সময় আর এ বিষয়ে আমার কোনও বক্তব্য নেই।
আরও পড়ুন, কান্নায় ভেঙে পড়া অসহায় ছাত্রীকে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন ইন্সপেক্টর
আরও পড়ুন, আর চিন্তা থাকবে না মাধ্যমিক পরীক্ষার্থীদের, বড় উদ্যোগ নিচ্ছে রাজ্য
পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, দু'দিনে সাতটি জেলার ১০-১২টি স্কুলে গেছি। কারণ দেখতে যাওয়ার প্রয়োজন ছিল পরীক্ষা কেমন হচ্ছে। ঘুরে দেখলাম ব্যবস্থাপনা পজিটিভ মানসিকতা নিয়ে করা হয়েছে।
রাহী হালদার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।