Hooghly News: বিজয়া দশমীর দিনে কাঠামো পূজার মধ্যে দিয়ে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সূচনা

Last Updated:

একদিকে দশমীতে দেবী দুর্গার বিসর্জনের জন্য বিষাদের সুর গোটা রাজ্য জুড়ে। অন্যদিকে এই দিন থেকেই দুর্গার আরেক রূপ জগদ্ধাত্রীর আরাধনায় সূত্রপাত হুগলিতে।

+
title=

#হুগলি : একদিকে দশমীতে দেবী দুর্গার বিসর্জনের জন্য বিষাদের সুর গোটা রাজ্য জুড়ে। অন্যদিকে এই দিন থেকেই দুর্গার আরেক রূপ জগদ্ধাত্রীর আরাধনায় সূত্রপাত হুগলিতে। চন্দননগরের জগদ্ধাত্রী পূজা বিখ্যাত তার চোখ ধাঁধানো আলো ও আকাশ ছোঁয়া প্রতিমার জন্য। দশমীর দিন থেকে কাঠামো পুজোর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে জগদ্ধাত্রী পুজোর সূত্রপাত হলো চন্দননগরে। কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এক পার্বণ যেতে না যেতেই আরেক পার্বণের আবির্ভাব। বিজয়া দশমীর বিষাদের সুর কাটার আগেই আবারো উৎসবে মাতোয়ারা, হুগলির বাসিন্দারা।
দুর্গাপূজার ঠিক এক মাসের মাথায় শুরু হয় জগদ্ধাত্রীরা আরাধনা। হুগলির চন্দননগরের জগদ্ধাত্রী পূজা এতটাই বৃহৎ আকারে হয় যার সুখ্যাতি ছড়িয়ে রয়েছে গোটা দেশব্যাপী। দুর্গাপূজার মতন জগদ্ধাত্রী পুজো হয় চার দিন ধরে। ঠাকুর দেখতে রাস্তায় নামেন কাতারে কাতারে মানুষ। বৃহৎ আকাশ ছোঁয়া জগদ্ধাত্রী প্রতিমা পূজিত হয় মণ্ডপে মন্ডপে। বিজয় দশমীর দিন থেকে বিভিন্ন মণ্ডপ গুলিতে তাদের প্রতিমার কাঠামো পুজো হয়।
advertisement
আরও পড়ুনঃ দেবীকে ১০৮ নীলকমল ও ১০৮ টি প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি
সেই কাঠামোতেই বছরের পর বছর ধরে তৈরি হয়ে আসছে দেবী জগদ্ধাত্রীর মূর্তি। কাঠামো পুজোর মধ্যে দিয়ে বলা চলে আনুষ্ঠানিকভাবে সূত্রপাত হলো জগদ্ধাত্রী পূজার। এই বিষয়ে স্থানীয় একটি ক্লাবের পূজা উদ্যোক্তা জানান, চন্দননগরের বাসিন্দারা দুর্গাপূজায় কতটা আনন্দ করেন না যতটা তারা জগদ্ধাত্রী পূজায় করেন। দুর্গাপূজায় যেমন দূরদূরান্ত থেকে বহু মানুষ কলকাতায় ভিড় জমান ঠাকুর দেখতে ঠিক তেমনি জগদ্ধাত্রী পূজা তেও দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন চন্দননগরের জগদ্ধাত্রী পূজা দেখতে
advertisement
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বিজয়া দশমীর দিনে কাঠামো পূজার মধ্যে দিয়ে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সূচনা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement