Lopamudra Mitra: কলকাতা ছেড়ে হুগলিতে গান জীবনের ৩০ বছর উদযাপন লোপামুদ্রার, কারণ জানালেন নিজেই

Last Updated:

সঙ্গীত জীবনের ৩০ বছর উদযাপন অনুষ্ঠান কলকাতার বদলে হুগলিতে করবেন লোপামুদ্রা

হুগলি: সঙ্গীত জীবনের ৩০ বছর পূর্তি উপলক্ষে দুঃস্থ লোকশিল্পীদের পাশে দাঁড়ালেন লোপামুদ্রা মিত্র। আর এই লক্ষ্যেই অর্থ সংগ্রহ অভিযান শুরু করেছেন এই বিখ্যাত সঙ্গীতশিল্পী।
গানের জগতে তাঁর ৩০ বছর অতিক্রান্ত হওয়া উদযাপন করছেন লোপামুদ্রা। এই বিষয়টি তিনি হুগলি জেলার একটি সংস্থার হাত ধরে করছেন। আর তাতে বেছে নিয়েছেন সামাজিক কর্তব্যের দিক। আগামী ফেব্রুয়ারি মাসের ১ তারিখ চুঁচুড়ার রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হবে লোপামুদ্রার গান-জীবনের ৩০ বছর পূর্তি অনুষ্ঠান। সেখানে টিকিট বিক্রি করে যে অর্থ উঠবে তা একটি বড় অংশ বরাদ্দ করা হবে দুঃস্থ লোকসঙ্গীত শিল্পীদের উন্নয়নে। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান লোপামুদ্রা।
advertisement
advertisement
শহর কলকাতার বুকে প্রতিবছরই এই ধরনের অনুষ্ঠান করে লোকসঙ্গীত শিল্পীদের সাহায্য করে থাকেন লোপামুদ্রা মিত্র। সেখান থেকে অর্জিত টাকার এক অংশ দিয়ে তিনি সাহায্য করেছেন কবিগান ও পালাগানের দুই শিল্পীকে। এইবার হুগলিতে এই গান জীবনের আয়োজন হচ্ছে। এখান থেকে অর্জিত অর্থের এক বড় অংশ যাবে লেঠো সঙ্গীতশিল্পী মমতা সরকারের কাছে। কবি কাজী নজরুল ইসলামের একটি নাটক ও গানের দল ছিল, যার নাম 'লেঠো গান'। বর্তমানে সেই গান প্রায় বিলুপ্তির পথে। একমাত্র একজন সঙ্গীতশিল্পী রয়েছেন যিনি এই 'লেঠো গানের' অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। কিন্তু সেই শিল্পী মমতা সরকারের বয়স‌ও প্রায় ৭০ বছর। পেট চালানোর জন্য এখন আয়ার কাজ করছেন! তাঁকে সাহায্য করার জন্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন লোপামুদ্রা মিত্র।
advertisement
তবে কলকাতায় ছেড়ে হুগলিতে কেন? স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়তে হয় লোপামুদ্রাকে। উত্তরও তিনি বলেন, হুগলি একটি পুরনো জায়গা। এখানকার মানুষ সংস্কৃতির কদর জানেন। এছাড়া তাঁর গানের দলের পাঁচজন মিউজিশিয়ান হুগলিতে থাকেন। সঙ্গীত নিয়ে এখানকার মানুষের মধ্যে এক বিশেষ আবেগ আছে। তাই প্রথমবার কোন‌ও জেলাতে গান জীবনের আয়োজন করেছেন লোপামুদ্রা।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Lopamudra Mitra: কলকাতা ছেড়ে হুগলিতে গান জীবনের ৩০ বছর উদযাপন লোপামুদ্রার, কারণ জানালেন নিজেই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement