Locket Chatterjee: 'ঢোকা যাবে না', সাংসদ হয়েও লকেটকে যা শুনতে হল, পাল্টা চ্যালেঞ্জ করলেন মুহূর্তেই

Last Updated:

Locket Chatterjee: বিডিও অফিসে ঢুকতে গেলে পুলিশের বাধার মুখে সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

+
লকেটকে

লকেটকে আটকে দিল পুলিশ

হুগলি: বিডিও অফিসে ঢুকতে গেলে পুলিশের বাধার মুখে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়ার বিডিও কার্যালয়ের সামনে। সোমবার দুপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ কেমন চলছে তা দেখতে যাওয়ার জন্য পান্ডুয়ার ব্লক অফিসে লকেট পৌঁছালে ঘটে এই ঘটনা। গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।
পঞ্চায়েতকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছেন সমস্ত শাসক ও বিরোধী দলের কর্মী সমর্থকরা। ৮ তারিখ পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পরের দিন থেকেই শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। সেই মনোনয়নপত্র জমা নেওয়া কেমন কাজ চলছিল তা দেখতেই পান্ডুয়া ব্লক অফিসে যাচ্ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কিন্তু ব্লক অফিসের এক কিলোমিটার জুড়ে ১৪৪ ধারা জারি থাকার দরুন প্রথমে সংসদের গাড়ি আটকায় পুলিশ। পরবর্তীতে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে ব্লক অফিসে ঢুকতে গেলেও পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন লকেট চট্টোপাধ্যায়।
advertisement
advertisement
এই বিষয়ে সংসদ লকেট চট্টোপাধ্যায় তিনি জানান, পুলিশ তাবেদারি করছে শাসক দলের হয়ে। পুরাতন যে ভোট নিয়ে রক্ত ক্ষরণের ইতিহাস রয়েছে, তা আবার যাতে না হয় সেই কারণেই তিনি দেখতে এসেছিলেন। কিন্তু কোন রকম অনুমতি ছাড়া তাকে ঢুকতে বাধা দেওয়া হয়। তবে তাকে আটকে রাখা যাবে না সেটা স্পষ্ট করে দিয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
advertisement
এই বিষয়ে হুগলি সাংগঠনিক জেলা তৃণমূল সম্পাদক অসিত চট্টোপাধ্যায় বলেন, সাংসদের জানা উচিত ছিল এই মুহূর্তে তার ওই জায়গায় ঢোকার কোন এক্তিয়ার নেই। তিনি আরও বলেন, লকেট চট্টোপাধ্যায় ও বিজেপির অনুগামীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই জায়গায় গিয়ে গন্ডগোলের চেষ্টা করে। সেই কারণে পুলিশ তাদের বাধা দিয়েছে।
advertisement
—– রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Locket Chatterjee: 'ঢোকা যাবে না', সাংসদ হয়েও লকেটকে যা শুনতে হল, পাল্টা চ্যালেঞ্জ করলেন মুহূর্তেই
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement