Hooghly News: বন্যায় হারিয়েছে সবকিছু, উৎসবের মরশুমে হাসি ফুটল তাদের মুখে

Last Updated:

হুগলি গ্রামীন পুলিশের উদ্যোগে ও খানাকুল থানা এবং একটি খাদ্য প্রস্তুতকারী বহুজাতিক সংস্থার ব্যবস্থাপনায় বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল।

বন্যা দুর্গতদের পাশে প্রশাসন  
বন্যা দুর্গতদের পাশে প্রশাসন  
খানাকুল: হুগলি গ্রামীন পুলিশের উদ্যোগে ও খানাকুল থানা এবং একটি খাদ্য প্রস্তুতকারী বহুজাতিক সংস্থার ব্যবস্থাপনায় বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। বুধবার খানাকুলের ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় প্রায় ২০০ প্যাকেট বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা।
জানা যায় কয়েক মাস আগে ডিভিসি এবং টানা বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতি হয়। যারফলে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। প্রায় অধিকাংশ চাষের ফসলের জমি বন্যার জলে নষ্ট হয়ে গিয়েছে। অনেকেই আবার কেউ কেউ খাবারটুকু জুটাতে পারছেন না। অসহায়ের মধ্যেই দিন কাটাচ্ছে পরিবার গুলি। তাই বন্যা দুর্গতরা বাড়ি গিয়ে তাদের হাতে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রিক তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
প্রশাসনের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমজনতা।এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান কয়েক মাস আগে বন্যার জলে সমস্ত কিছুই শেষ হয়ে গেছে। বাড়িঘর থেকে খাবার-দাবার বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এলাকায় বন্যা দুর্গত মানুষদের খাদ্য সামগ্রী ব্যবস্থা করার ফলে অনেকটাই উপকৃত হবে প্রত্যেক মানুষ।
advertisement
প্রশাসন তাদের পাশে থাকার জন্য এলাকার প্রত্যেকে বেজায় খুশি।এই বিষয়ে আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল জানিয়েছেন, খানাকুলে বন্যার সময় আমাদের প্রশাসনের তরফ থেকে অতীতেও দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছে। আগামী দিনেও একইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তাঁরা।
advertisement
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বন্যায় হারিয়েছে সবকিছু, উৎসবের মরশুমে হাসি ফুটল তাদের মুখে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement