Hooghly News: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোকান, গাছ, ইলেকট্রিক খুঁটি! কালবৈশাখীর তাণ্ডবে এ কী হাল হুগলির
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়লো একাধিক বাড়ির দোকান-সহ ইলেক্ট্রিক খুঁটি এবং বড় বড় গাছ।
আরামবাগ: কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়লো একাধিক বাড়ির দোকান-সহ ইলেক্ট্রিক খুঁটি এবং বড় বড় গাছ।শুক্রবার বিকালের পর আরামবাগ মহকুমা জুড়ে দেখা গেল সেই ছবি। প্রচন্ড ঝড়ের গতিতে একদিকে যেমন ঘরবাড়ি ক্ষয়ক্ষতি ঠিক উল্টো দিকে চাষেরও প্রচুর ক্ষতি হয়েছে বলে জানা যায়।
রাজ্য সড়কের উপর বড় বড় গাছ পড়ে থাকায় ব্যাপক যানজটেরও সৃষ্টি হয় দীর্ঘক্ষণ ধরে। ঝড়ের তাণ্ডবের ফলে কোথাও বা বাড়িতে ঘরবাড়ি ভাঙে আবার কোথাও বা টিনের ছাউনি উড়িয়ে নিয়ে যেয়ে অন্যত্র জায়গায় ফেলেছে।
advertisement
শুধু বাড়িঘর নয় রাস্তা থেকে গ্রাম এবং শহরে একাধিক জায়গায় ছোট থেকে বড় গাছ ভেঙে পড়েছে। এদিন মহকুমা জুড়ে প্রবল ঝড় সহ বজ্রপাত এবং বৃষ্টি শুরু হয়। বিশেষ করে গোঘাট, আরামবাগ,খানাকুল ও পুড়শুড়া এলাকার গ্রামে বেশ কিছু জায়গায় বিদ্যুৎহীন অবস্থায় পড়ে রয়েছে।
advertisement
কালবৈশাখী ঝড়ের গতিতে বিভিন্ন জায়গায় তা লণ্ডভণ্ড ছবি দেখা যায়। প্রচুর পরিমাণে ক্ষতিতে কোথাও বা কান্না আবার কোথাও বা ক্ষতির কাতর আবেদন জানায়। এ যেন সত্যিই এক ভয়ঙ্কর দৃশ্য উঠে এলো মহকুমায়।
যদিওইলেকট্রিক দফতর থেকে প্রশাসন সকাল থেকেই তৎপর হয়ে রাস্তায় পড়ে থাকা গাছ থেকে ইলেকট্রিক তার মেরামতের কাজ শুরু করে দিয়েছে।
advertisement
Suvojit Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2023 2:22 PM IST