Hooghly News: কঠিন বর্জ্য নিরাপদ নিষ্কাশনের জন্য উদ্যান তৈরি হল খানাকুলে
- Reported by:SUVOJIT GHOSH
- hyperlocal
Last Updated:
হুগলির খানাকুল ১'নম্বর ব্লকের রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য গড়ে উঠেছে উদ্যান।
খানাকুল: আবর্জনা সমস্যা ও পরিবেশ দূষণ রুখতে বর্জ্য ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে ব্লক প্রশাসনের উদ্যোগে জৈবসার তৈরির প্রকল্পের কাজ শুরু হবে। হুগলির খানাকুল ১’নম্বর ব্লকের রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য গড়ে উঠেছে উদ্যান।মূলত এলাকার বাসিন্দা এবং ব্যবসায়ীদের ফেলে দেওয়া বিভিন্ন আবর্জনা জৈবসার তৈরির কাজে লাগানো হবে।
এতে এক দিকে যেমন জঞ্জাল সমস্যা মিটছে। তেমনই অন্যদিকে পরিবেশ বান্ধব জৈবসার চাষে ব্যবহারের ফলে পরিবেশ দূষণ কমছে। জানা যায় ওই পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে এবং এলাকা থেকে বিভিন্ন নোংরা আবর্জনা গাড়ির মাধ্যমে নিয়ে আসা হবে। আর এখান থেকেই পরীক্ষামূলকভাবে জৈব সার তৈরি করা হবে।এই বিষয়ে অঞ্চল সভাপতি জানান, “খানাকুল এক নম্বর ব্লকের পঞ্চায়েতের মিশন নির্মল বাংলা গড়ে তোলার লক্ষ্যে উদ্যান গড়ে উঠেছে।
advertisement
advertisement
এখান থেকে প্লাস্টিক মুক্ত এবং যত্রতত্ত্ব নোংরা আবর্জনা মুক্ত করার উদ্দেশ্যে এই প্রথম ধাপ বলে জানিয়েছেন। কঠিন বর্জ্য প্রকল্পের যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই সমস্ত বাড়িগুলি থেকে এবং এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকেই গাড়ির মাধ্যমে পচনশীল এবং অপচনশীল আবর্জনা সংগ্রহ করে নিয়ে আসা হবে এই জায়গায়।
advertisement
এখান থেকেই পরীক্ষামূলকভাবে জৈব সার তৈরি করার পরিকল্পনা রাখা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে একটাই বার্তা যত্রতত্র এবং প্লাস্টিক মুক্ত গড়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ।অন্যদিকে কৃষকরা জানান বিভিন্ন নোংরা আবর্জনা এই উদ্যান থেকে জৈব সার হবে।এরফলে কীটনাশক থেকে জৈব সারের দিয়ে চাষ করলে অনেকটাই ফলন হবে।প্রশাসনের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমজনতা।
advertisement
Suvojit Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2023 7:08 PM IST
