Hooghly News: সন্ধ্যার পরেই ঘুটঘুটে অন্ধকার হাসপাতাল রোড, পথবাতির দাবিতে সোচ্চার এলাকাবাসী

Last Updated:

সন্ধ্যার পর থেকেই অন্ধকার গুরুত্বপূর্ণ হাসপাতাল রোড, যে কোনও সময় বিপদের সম্মুখীন হতে হচ্ছে।

+
title=

পুরশুড়া,হুগলি: সন্ধ্যার পর থেকেই অন্ধকার গুরুত্বপূর্ণ হাসপাতাল রোড। এরফলে ক্ষোভ ফুঁসছেন স্থানীয় এলাকার বাসিন্দারা। হুগলির পুরশুড়া তাড়িখানা থেকে সামন্তরোড বালিপুর রাস্তায় দীর্ঘদিন ধরে বাতিহীনঅবস্থায় রয়েছে। প্রায় এক কিলোমিটারের উপর এই গুরুত্বপূর্ণ রাস্তায় অন্ধকারই রয়ে গেছে।স্থানীয়রা বলছেন যে কোনও সময় বিপদের সম্মুখীন হতে হচ্ছে। এই রাস্তার উপর দিয়ে বহু মানুষ যাতায়াত করে এবং তার এই নিত্যদিন সমস্যার মধ্যেই পড়তে হয়। তারা প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলছেন। স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক অফিসে গেলে কোন সুরাহা হয়নি। স্থানীয় এবং বিস্তীর্ণ এলাকার মানুষেরা পথবাতির দাবি তুলছেন।
আরও পড়ুন: পঞ্চায়েতের আগে 'দুর্বল' জেলায় নজর! সংগঠন চাঙ্গা করতে জেলায় জেলায় অভিষেক
এই বিষয়ে স্কুল পড়ুয়ারা জানায় রাস্তা দিয়ে সন্ধ্যার পর প্রায় প্রতিদিনই পড়তে গেলে অন্ধকার অবস্থার কারণে দুর্ঘটনার মধ্যে পড়তে হয় এবং ভয়ে ভয়ে যেতে হয় এই রাস্তা দিয়ে।
advertisement
হুগলির স্থানীয় এক বাসিন্দা বলেন নিত্যদিন এই রাস্তার উপর দিয়ে বহু মানুষ যাতায়াত করে।রাস্তায় গুরুত্বপূর্ণ হলো হাসপাতাল এবং বাজার যাতায়াত করতে গেলে সমস্যার মধ্যেই পড়তে হয় বলে জানান। তিনি বলেন বাড়িতে ছেলেমেয়েরা টিউশন পড়তে গেলে তাদেরকেও ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়তে হয়। এমনকি গ্রামের মহিলারা সন্ধ্যার পর যাতায়াত করে তাই নিরাপত্তার জন্য দ্রুত পথবাতির দাবি তুলেছেন বাসিন্দারা।
advertisement
Suvojit Ghosh
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: সন্ধ্যার পরেই ঘুটঘুটে অন্ধকার হাসপাতাল রোড, পথবাতির দাবিতে সোচ্চার এলাকাবাসী
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement