Hooghly News: গ্যাস-বিদ্যুৎ নেই, নেই রাজ্যেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র

Last Updated:

উপযুক্ত পরিকাঠামোর অভাবে অত্যন্ত অস্বাস্থ্যকর অবস্থার মধ্যে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। মিড ডে মিলে ঠিক করে খাবারও পাচ্ছে না বাচ্চারা

+
title=

হুগলি: অঙ্গনওয়াড়ি স্কুলে না আছে রান্নার গ্যাস না আছে বিদ্যুৎ! এ যেন নেই রাজ্য। এমনকি জলের লাইন থাকলেও তা থেকে জল পড়ে না বলে অভিযোগ। আইসিডিএস-এর খাবার তৈরি হচ্ছে মাটির উনুনে কাঠের জ্বালে, বারান্দার মধ্যে। স্কুলের রান্না ঘরের অ্যাসবেস্টের ছাদ ভেঙে পড়েছে, বর্ষা নামলেই জল থৈ থৈ গোটা স্কুল। বাথরুম থাকলেও দরজার বেহাল দশা। এইভাবেই চলছে হুগলির মাকালপুর পঞ্চায়েতের বাদিষ্টা গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র।
এই সমস্যাগুলো আইসিডিএস কেন্দ্রের শিক্ষিকা বলেন, অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে কেন্দ্র চলছে। একদিনের খাবার দু'দিন করে খাওয়াতে হয়। রান্নার সময় কাঠের জালের ধোঁয়ায় বাচ্চাদের কষ্ট হয়। আগে শাক-সবজি, ডিম, সয়াবিনের মত পুষ্টিকর খাবার বরাদ্দ থাকত বাচ্চা ও প্রসূতি মায়েদের জন্য। কিন্তু বর্তমানে সেরকম কিছুই মিলছে না বলে জানান তিনি।
আর্থিক অভাবে বাচ্চাদের পাতে পড়ছে আধখানা ডিম! সাধা ভাত ও ডিম সেদ্ধ কীভাবে বাচ্চারা খাবে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আরও বলেন, বাচ্চাদের জন্য বরাদ্দ ডাল একদিনেরটা দু'দিন করে তাদেরকে খাওয়ানো হচ্ছে। এদিকে স্কুলের অবস্থাও বেহাল। স্কুলে না আছে বিদ্যুৎ পরিষেবা, না মেলে পানীয় জল।
advertisement
advertisement
ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার দায়িত্বে থাকা ভারতী বাগ বলেন, খুব কষ্ট হয় যখন বাচ্চারা বলে চোখে ধোঁয়া লাগছে, চোখ জ্বালা করছে। কিন্তু কিছু করার থাকে না। গ্যাস না থাকার ফলেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। স্কুলের মধ্যে রান্না করার আলাদা কোনও ঘর নেই। বারান্দাতেই রান্না হচ্ছে এবং পাশেই স্কুল।
advertisement
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, স্কুলের মধ্যে কোনরকম সুচারু ব্যবস্থা নেই। যা আছে তা না থাকার মত। বৃষ্টি হলে স্কুল বন্ধ করে দিতে হয়। কারণ স্কুলের ছাদ ফুটো হয়ে জল পড়ে। বহুবার প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়তে আসা বাচ্চা ও প্রসূতি মায়েরা।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: গ্যাস-বিদ্যুৎ নেই, নেই রাজ্যেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement