Hooghly News: আর জি কর কান্ড থেকে শিক্ষা নিয়ে হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধি শ্রীরামপুর মহকুমায়

Last Updated:

শ্রীরামপুর মহকুমা হাসপাতাল চত্বর ও নার্সিং কলেজের নিরাপত্তা বাড়াতে হাসপাতাল সুপারের সঙ্গে বৈঠক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের। কীভাবে নিরাপত্তা আরও জোরদার করা যাবে সেদিকে নজর দিচ্ছে পুলিশ প্রশাসন।

+
হাসপাতালের

হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধি নিয়ে বিশেষ বৈঠক

হুগলি: আর জি করের ঘটনা থেকে শিক্ষা নিয়ে হাসপাতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ল পুলিশের টহল । হাসপাতাল চত্বর ও নার্সিং কলেজের নিরাপত্তা বাড়াতে হাসপাতাল সুপারের সঙ্গে বৈঠক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের। কীভাবে নিরাপত্তা আরও জোরদার করা যাবে সেদিকে নজর দিচ্ছে পুলিশ প্রশাসন। শ্রীরামপুর মহকুমা হাসপাতালে টহল দেন চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা পাশাপাশি নার্সিং কলেজের সুরক্ষা ব্যবস্থা নিয়েও একাধিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয় সঙ্গে সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই দিন ওয়ালস হাসপাতাল সুপারের সঙ্গে বৈঠক করেন ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, এসিপি ২ শুভঙ্কর বিশ্বাস ও শ্রীরামপুর থানার পুলিশ আধিকারিকরা। পাশাপাশি হাসপাতালে কর্মরত সমস্ত স্বাস্থ্যকর্মীদের পুলিশ আধিকারিকদের ফোন নম্বর দিয়ে গেলেন যাতে যেকোন পরিস্থিতিতে তাদের সঙ্গে যোগাযোগ করা যায়।
এই বিষয়ে, হাসপাতালে সুপারিনটেনডেন্ট প্রণবেশ হালদার বলেন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসে কথা বলেছেন তাদের সঙ্গে। কিভাবে আরওনিরাপত্তা জোরদার করা যায় সেই নিয়ে পরামর্শ দিয়েছেন। মূলত একটি এমার্জেন্সি নাম্বার সবার মধ্যে সার্কুলেট করা হয়েছে। যাতে যে কোনো রকম আপৎকালীন পরিস্থিতিতে সেই নম্বরে ফোন করলেই পুলিশ আধিকারিকরা পৌঁছে যাবেন ঘটনাস্থলে। একইসঙ্গে তাদের হাসপাতালে ১৮০ জন ছাত্রী সহ একটি নার্সিং ট্রেনিং কলেজ চলে। সেখানে নিরাপত্তা বাড়ানোর জন্য কোন কোন জায়গায় সিসিটিভি লাগানো প্রয়োজন সেই সমস্ত বিষয়ক কথাবার্তা বলা হয়েছে। হাসপাতালে রোগী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সকলেরই নিরাপত্তা যাতে জোরদার হয় সেই দিকে নজর দেবে পুলিশ প্রশাসন।
advertisement
advertisement
এই বিষয়ে শ্রীরামপুর মহাকুমার ডিসিপি অর্ণব বিশ্বাস বলেন, হাসপাতালের একেবারে বাইরেই রয়েছে মহিলা পুলিশ থানা। সেখান থেকে সবসময় নজরদারি চলে হাসপাতালের উপরে। যদি কোনরকম কোন সমস্যায় হয় সে ক্ষেত্রে একটি ফোন নাম্বার দিয়ে আসা হয়েছে হাসপাতালে তাতে ফোন করলেই তৎক্ষণা কুইক একশন টিম পৌঁছে যাবে ঘটনাস্থলে। নিরাপত্তা বলয় জোরদার করার জন্য হাসপাতালের মধ্যে বেশ কিছু জায়গায় সিসিটিভি বসানোর প্ল্যানিংও দিয়েছেন তারা। সবকিছু মিলিয়ে যাতে হাসপাতালে কোনরকম অপ্রিতিকর পরিস্থিতি না তৈরি হয় বা তৈরি হলেও তাতে যাতে দ্রুত সামাল দেওয়া যায় সেই ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রাহী হালদার
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: আর জি কর কান্ড থেকে শিক্ষা নিয়ে হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধি শ্রীরামপুর মহকুমায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement