Hooghly News: খুদে নাভিকের আর্থিক অস্বাচ্ছন্দ্য, তবে স্বপ্ন দেশকে পদক এনে দেবে অলিম্পিক্সে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
নভিকের আগামী লক্ষ্য কমনওয়েলথ, এশিয়ান গেমস ও অলিম্পিক গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে পদক জয় করার।
হুগলি: বয়স মাত্র ১৩ বছর এরই মধ্যে জাতীয় স্তরের জিমন্যাস্টিক প্রতিযোগিতায় রয়েছে তার কাছে একাধিক পদক। গত ১৫ থেকে ১৯ ফেব্রুয়ারি কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজন করা হয়েছিল জাতীয় সাব জুনিয়র জিমন্যাস্টিক প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় অন্যান্য রাজ্যের প্রতিযোগীদের পিছনে ফেলে তিনটি ইভেন্টে গোল্ড ও চারটিতে সিলভার জয় করে বাংলার নাম উজ্জ্বল করেছে হুগলির কোন্নগরের নাভিক আলি।
নাভিকের বাবা আব্বাস আলি একটি বেসরকারি কারখানার অস্থায়ী শ্রমিক। সাধারণ মধ্যবিত্ত ঘরের মধ্য থেকে দু চোখ ভর্তি এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে সাফল্য পাওয়া নাভিকের জিমনাস্টিকে হাতে খড়ি মাত্র তিন বছর বয়সে। কোন্নগরেরই কিশোর ব্যায়াম সমিতিতে ভর্তি হয় জিমনাস্টিক শিখতে। নিজের দক্ষতা ও যোগ্যতার বলে পরবর্তীতে কলকাতার সাইতে নিজের জায়গা অর্জন করে। বর্তমানে দিল্লিতে লক্ষণ মনোহর শর্মার তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছে ছোট্ট নভিক।
advertisement
আরও পড়ুন - Holi 2023 Special: নিরিবিলিতে সময় কাটাতে ঘুরে আসুন চন্দ্রমণি ইকো ট্যুরিজম পার্ক, দোল-হোলিতে বিশেষ আকর্ষণ
advertisement
ছেলের এই সাফল্যে তার মা বলেন, তাদের পরিবারের একমাত্র উপার্জন তাঁর স্বামী অর্থাৎ নভিকের বাবা। ছেলে নিজের দক্ষতায় এমন জায়গায় প্রশিক্ষণ পেয়েছে যেখানে তার কোন খরচ হয় না। কিন্তু প্রশিক্ষণের পাশাপাশি আনুষাঙ্গিক যা খরচ তা জোগাতে হিমশিম খাচ্ছে তাঁর পরিবার। এখন প্রায়শই হুগলি থেকে দিল্লি যেতে হয় ন্যাশনালের প্র্যাকটিসের জন্য। যদি স্থানীয় প্রশাসন একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে তাঁদের পরিবারের পক্ষে সুবিধা হয়।
advertisement
নাভিকের এই লড়াই শুধু তারা একার নয় তার পরিবারেরও। সামান্য বেসরকারি কারখানায় কাজ করে তার বাবা আব্বাস নিজের ছেলেকে সোনালি স্বপ্ন বুনতে শিখিয়েছেন। নভিকের আগামী লক্ষ্য কমনওয়েলথ, এশিয়ান গেমস ও অলিম্পিক গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে পদক জয় করার।
advertisement
Rahee Halder
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2023 4:09 PM IST
