Hooghly News: জঙ্গলের আহত ময়ূরকে নিয়ে চিকিৎসা কেন্দ্রে ছুটল গ্রামবাসীরা
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
শনিবার একটি ময়ূর হটাৎই অসুস্থ হয়ে পরে রাজহাট উত্তরপাড়ায়।এক বালিকা ময়ূরটিকে দেখতে পেয়ে বাড়িতে নিয়ে যায়।
হুগলি: পোলবার রাজহাটে নীলকন্ঠি ময়ূরের বাস। ঝাঁক ঝাঁক ময়ূর আম বাগান,বাঁশ বাগানে ঘুরে বেড়ায়।কখনও কুকুর কামরে দেয়, আবার কখনও চোরা শিকারিরা ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। গ্রামবাসিরাই তাদের রক্ষা করে বিপদ থেকে।
শনিবার একটি ময়ূর হটাৎই অসুস্থ হয়ে পরে রাজহাট উত্তরপাড়ায়।এক বালিকা ময়ূরটিকে দেখতে পেয়ে বাড়িতে নিয়ে যায়। জল দিয়ে শুশ্রূষা করে। ময়ূরটির পায়ে আঘাত থাকায় দাঁড়াতে পারছিল না।
advertisement
দুই গ্রামবাসি শ্যাম চন্দ ও উজ্বল মন্ডল ময়ূরটিকে নিয়ে পোলবা ব্লক হাসপাতালে রওনা দেন।কিন্তু ময়ূরের চিকিৎসা পশু হাসপাতালে হয় তাই আহত ময়ূরকে নিয়ে বাইক ঘুরিয়ে সটান চুঁচুড়ায় প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে যান দুজন। চিকিৎসক স্টেথোস্কোপ দিয়ে দেখে, ওষুধ দেন তারপর স্বস্তি মেলে। আবার বাইকে চাপিয়ে ময়ূর নিয়ে রাজহাটে ফিরেন তারা।
advertisement
রাজ্য প্রাণিসম্পদ কেন্দ্রের চিকিৎসক জয়জিৎ মিত্র বলেন, "আহত হয়ে পড়েছিল ময়ূর টি আঘাত পেয়েছে পায়ে।হাঁটতে পারছিল না, দেখে ওষুধ দিলাম। আশা করি ঠিক হয়ে যাবে।শনিবার বারোটা পর্যন্ত খোলা থাকে প্রাণী স্বাস্থ্য কেন্দ্র।ময়ূরটিকে নিয়ে একটু দেরিতেই এসেছিল তবে আমি থাকায় অসুবিধা হয়নি।"
advertisement
শ্যাম চন্দ ও উজ্বল মন্ডলরা বলেন, রাজহাটের বিস্তীর্ণ এলাকা ময়ূরের চারণ ভূমি।ময়ূর আহত বা অসুস্থ হলে গ্রামবাসিরাই চিকিৎসার ব্যবস্থা করে। এদিনও একটি আহত ময়ূরকে নিয়ে এসে চিকিৎসা করান তারা। এখন কদিন বাড়িতে রেখে সুস্থ করে আবার তাকে প্রকৃতির কাছে ফিরিয়ে দেওয়া হবে।
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 26, 2023 12:48 PM IST
