Hooghly News:মাদক পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা, উদ্ধার নগদ ২ লক্ষ টাকা, পুলিশের জালে ২ পাচারকারী
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Hooghly News: ব্রাউন সুগার পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই যুবক৷ হুগলির ডানকুনি থেকে এসটিএফ এর জলে ধরা পড়েছে ওই দুই মাদক পাচারকারী৷ hooghly
হুগলি: ব্রাউন সুগার পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই যুবক৷ দুই কেজি ব্রাউন সুগার ও নগদ দুই লক্ষ্য টাকা সমেত পাকড়াও হল দুই মাদক পাচারকারী। হুগলির ডানকুনি থেকে এসটিএফ এর জলে ধরা পড়েছে ওই দুই মাদক পাচারকারী৷ ধৃত দের নাম ননী গোপাল বিশ্বাস এবং প্রসেনজিৎ সরকার। গত বুধবার রাত্রে ডানকুনির টোল প্লাজার সামনে থেকে এসটিএফ এর আধিকারিকরা তাদেরকে গ্রেফতার করেছে। ধৃত দুই জনকেই বৃহস্পতিবার চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে পুলিশের কাছে খবর ছিল ডানকুনির ওই রাস্তা দিয়ে মাদক পাচার চলছে। খবর পেয়েই এসটিএফ এর আধিকারিকরা জাল পাতেন চোরা কারবারিদের ধরার জন্য। গোপন সূত্রে খবর পেয়েই ডানকুনির টোল প্লাজায় সামনে ফাঁদ পাতে স্পেশাল টাস্ক ফোর্স এর আধিকারিকরা। এবং সেই ফাঁদেই ধরা পড়ে যায় দুই মাদক পাচারকারী। ওই দিন রাতে ডানকুনি টোল প্লাজার কাছে দু নম্বর জাতীয় সড়কে বাস থেকে নামে এক যুবক। তার আগে থেকে টোলপ্লাজার সামনে দাঁড়িয়ে ছিল আরেকজন। দুই ব্যক্তি নিজেদের কাজের অভিসন্ধি পূরণ করা শুরু করতে গেলেই তাদের হাতে নাতে ধরে ফেলে পুলিশ।
advertisement
advertisement
আরও জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তি ননীগোপাল বিশ্বাস ও প্রসেনজিৎ সরকার কেউই হুগলির বাসিন্দা নয়। ধৃত ননীগোপাল বিশ্বাস বীরভূমের বাসিন্দা। অপর ব্যক্তি প্রসেনজিৎ সরকার উত্তর ২৪ পরগনার বাসিন্দা। দুই জনের থেকে এক কিলো গ্রাম করে ব্রাউন সুগার নগদ দু লক্ষ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ডানকুনি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের চুঁচুড়ায় এনডিপিএস আদালতে পেশ করেছে ডানকুনি থানার পুলিশ।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2023 6:09 PM IST