Hooghly News: একসময়ে নেতাজি সময় কাটাতেন, সেই রিষড়াতেই তৈরি হচ্ছে সংগ্রহশালা
Last Updated:
Hooghly News: বেলুড় মঠ সারদা পিঠের মহারাজের হাতে এটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন পিএমসি গ্রুপের কর্ণধার ডক্টর পরিতোষ মোহন চক্রবর্তী।
হুগলি: রিষড়ার নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত বোস হাউস টি আনুষ্ঠানিকভাবে বেলুড় মঠের হতে সমর্পণ করা হল। এদিন বেলুড় মঠ সারদা পিঠের মহারাজের হাতে এটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন পিএমসি গ্রুপের কর্ণধার ডক্টর পরিতোষ মোহন চক্রবর্তী।
প্রসঙ্গত এই বোস হাউস টি নেতাজি সুভাষচন্দ্র বসুর মেজদা শরৎচন্দ্র বসু তৈরি করেছিলেন। পরবর্তীকালে এটি একটি বহুজাতিক কোম্পানি হাতে চলে যায়। জানা যায়, জীবনের অনেকটা সময় নেতাজি রিষড়ায় তাঁর দাদার বাগান বাড়িতে দিন কাটিয়েছেন। এদিনের এই অনুষ্ঠান উপলক্ষে বোস হাউসের একটি অনুষ্ঠান হয়।
এই দিনের অনুষ্ঠান প্রসঙ্গে ডক্টর পরিতোষ মোহন চক্রবর্তী বলেন, আমি যখন এই সম্পত্তি একটি বহুজাতিক কোম্পানির কাছ থেকে কিনি তখনই আমি জানতে পারি এটির ঐতিহাসিক গুরুত্বের কথা। তখনই আমি ঠিক করি নেতাজি সুভাষচন্দ্রের স্মৃতি বিজড়িত বাগান বাড়িটি কোনও ব্যবসায়িক কাজে লাগাব না। নেতাজি এবং স্বামী বিবেকানন্দের উপর যাতে একটি সংগ্রহশালা করা যায় তার জন্য আমি বেলুড় মঠের হাতে তুলে দিলাম। একই সঙ্গে তুলে দেওয়া হয় ১ কোটি ৫ লক্ষ টাকার চেক।
advertisement
advertisement
অন্যদিকে বেলুড় মঠের পক্ষ থেকে জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে এই বাড়িটির পিএমসির কর্ণধার পরিতোষ মোহন চক্রবর্তীর কাছ থেকে গ্রহণ করা হয় এবং এখানে একটি নেতাজি এবং স্বামী বিবেকানন্দর ছবি দিয়ে একটি সংগ্রহশালা তৈরী হবে। শুধু তাই নয় পরবর্তীকালে এখানে আরও কী করা যায়, সেটা বেলুড় মঠ চিন্তাভাবনা করবে।
advertisement
এদিন বোস হাউসের দলিল বেলুড় মঠের হাতে তুলে দেওয়ার সঙ্গে আরো এক কোটি পাঁচ লক্ষ টাকা এই বাড়িটির উন্নয়নকল্পে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডঃ পরিতোষ মোহন চক্রবর্তীর সহধর্মিনী শ্রীমতি শ্রীময়ী চক্রবর্তী।
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
February 10, 2023 2:28 PM IST