Hooghly News: মন্দিরের কাহিনি এবার ডাক টিকিটে, বিশ্বের মানুষের কাছে পৌঁছবেন মাহেশের জগন্নাথ

Last Updated:

মাহেশ জগন্নাথ মন্দিরের শিরোপায় নয়া পালক। ডাকটিকিটের মাধ্যমে গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাবে মাহেশ জগন্নাথ মন্দিরের ঐতিহ্যের কথা। 

মন্দিরের কাহিনি এবার ডাক টিকিটে
মন্দিরের কাহিনি এবার ডাক টিকিটে
#হুগলি: মাহেশ জগন্নাথ মন্দিরের শিরোপায় নয়া পালক। ডাক টিকিটের মাধ্যমে গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাবে মাহেশ জগন্নাথ মন্দিরের ঐতিহ্যের কথা। ভারতীয় ডাক বিভাগের স্পেশাল এডিশনের ডাক টিকিটে ছাপা হলো মাহেশ জগন্নাথ মন্দিরের ছবি। বৃহস্পতিবার জগন্নাথ মন্দিরে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পেল এই ডাকটিকিট। ডাক খামে মাহেশের রথযাত্রার সংক্ষিপ্ত আকারে হিন্দি ও ইংরেজিতে লেখা রয়েছে। যার কাছে এই খাম যাবে তিনি সহজেই জানতে পারবেন মন্দিরের ইতিহাসের কথা।
শ্রীরামপুরের সুপ্রাচীন মাহেশের রথ হেরিটেজ তকমা পেয়েছে, পর্যটন কেন্দ্র হয়েছে জগন্নাথ মন্দির। এবার ডাক বিভাগের বিশেষ ডাকখামে থাকবে মহেশ জগন্নাথ মন্দির ও রথের ছবি। জগন্নাথ মন্দির কে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য ডাক বিভাগের এই প্রয়াস। পুরীর পরে ভারতের দ্বিতীয় প্রাচীন রথযাত্রা বলা হয় মাহেশকে। ১৩৯৬ সালে যার সূচনা। ভারতীয় ডাকঘরের চিফ পোস্ট মাস্টার জেনারেল ওয়েস্ট বেঙ্গল সার্কেল এই বিশেষ ডাকখাম প্রকাশের ছাড়পত্র দেয়। শ্রীরামপুর ডাকঘর শ্রীরামপুর পুরসভার সাহায্যে ডাকখাম প্রকাশের ব্যবস্থা করে।
advertisement
আরও পড়ুন: গুজরাতে বিজেপির প্রচারে বিদেশিরা! 'প্রমাণ' দিয়ে কমিশনে অভিযোগ তৃণমূলের
শ্রীরামপুর ডাকঘরের সুপারিন্টেন্ডেন্ট তপন চক্রবর্তী জানান, ডাক বিভাগ বিভিন্ন বিষয়,দ্রষ্টব্য স্থানের উপর ডাক টিকিট তৈরী করে।মাহেশের রথ এবং জগন্নাথ মন্দির বহু প্রাচীন। অথচ পশ্চিমবঙ্গের বাইরে সেরকম ভাবে মানুষ জানে না। ডাক বিভাগের উদ্দেশ্য হল দেশ এবং বিদেশে মাহেশকে আরও পরিচিত করানো। অনেকে আছেন যারা ডাক টিকিট সংগ্রহ করেন। তারা এটা সংগ্রহ করবেন আবার তার পরিচিতদের মধ্যেও জানাবেন। এভাবেই প্রচার হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: ঝগড়া লেগেছিল সংসার খরচ নিয়ে, রাগেই শ্রদ্ধাকে টুকরো টুকরো করে আফতাব: পুলিশ
মাহেশ জগন্নাথ মন্দিরের সেবাইত পিয়াল অধিকারী জানান, মাহেশ মন্দির, জগন্নাথ দেব ও রথের স্পেশাল কভার পোস্টকার্ড ও পার্মানেন্ট পিকটোরিয়াল স্টাম্প উদ্বোধন হল এটা খুবই গর্বের। এদিন মাহেশ মন্দিরে উপস্থিত ছিলেন,মাহেশ জগন্নাথ মন্দিরের প্রধান সেবাইত সৌমেন অধিকারী, শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা, চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন। শ্রীরামপুর চেয়ারম্যান বলেন,মুখ্যমন্ত্রীর চেষ্টায় মাহেশ হেরিটেজ হয়েছে পর্যটন কেন্দ্র হয়েছে।আমরা চাই গোটা বিশ্বের মানুষ জানুক মাহেশ সম্পর্কে। আরও বেশি করে লোক আসুক প্রচার হোক ঐতিহাসিক মাহেশের।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: মন্দিরের কাহিনি এবার ডাক টিকিটে, বিশ্বের মানুষের কাছে পৌঁছবেন মাহেশের জগন্নাথ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement