Hooghly News: মদের ঠেকে বচসার জেরে বন্ধুকে অস্ত্র দিয়ে কোপ, চাঞ্চল্য হুগলিতে

Last Updated:

মদ খাওয়াকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে বচসায় জড়িয়ে পড়ে । অশান্তি শুরু হয় দুই বন্ধু পরিবারের মধ্যে এবং তার জেরে এক বন্ধুকে ধারাল অস্ত্র দিয়ে কোপ মারে আরেক জন।

আরামবাগ মেডিকেল কলেজ
আরামবাগ মেডিকেল কলেজ
হুগলি: মদ খাওয়াকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে বচসায় জড়িয়ে পড়ে । অশান্তি শুরু হয় দুই বন্ধু পরিবারের মধ্যেএবং তার জেরে এক বন্ধুকে ধারাল অস্ত্র দিয়ে কোপ মারে আরেক জন। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার খানাকুলে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।গুরুতর জখম অবস্থায় ভর্তি আরামবাগ মেডিকেল কলেজে।আক্রান্ত বন্ধুর নাম অমল বারি। তার বাড়ি খানাকুলের জগতপুরের বাসাবাটি গ্রামে।
পরিবার সূত্রে জানা গেছে অমল বারি-র বন্ধু সুনীল পাত্র মদ খেয়ে বাড়ি গেলে তার স্ত্রী সঙ্গে বচসা হয় কিন্তু রাগ গিয়ে পড়ে অমলের উপর। সুনীলের স্ত্রী ধারণা বন্ধু অমল মদ খাইয়েছে তার স্বামীকে আর তার জেরে বচসা শুরু হয় দুই পরিবারের মধ্যে। বচসা হতে হতে সুনীল অমলেরগলায় কাটারির কোপ মারে বলে অভিযোগ।
advertisement
advertisement
এই বিষয়ে এক ব্যক্তি জানান সুনীল পাত্র মদ খাওয়ানোর জন্য বারবার অমলকে জোর করে কিন্তু ওই বন্ধু বাইরে থেকে মদ খেয়ে আসে বলে অভিযোগ। দুই পক্ষের মধ্যেই বচসা শুরু হয় আর তার জেরে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন।
advertisement
পুরো ঘটনা নিয়ে খবর যায় খানাকুল থানায়।তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Suvojit Ghosh
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: মদের ঠেকে বচসার জেরে বন্ধুকে অস্ত্র দিয়ে কোপ, চাঞ্চল্য হুগলিতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement