Hooghly News | Crime Video: চলন্ত টোটোয় মহিলা পুলিশ কর্মীকে যৌন-হেনস্থা! ধৃত ব্যক্তি যা করছিলেন, ভাবতে পারবেন না!

Last Updated:

Hooghly News | Crime Video: ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত দশটা নাগাদ রিষড়া ও কোন্নগরের মাঝামাঝি এলাকায় জিটি রোডের উপরে।

+
অভিযুক্ত

অভিযুক্ত ব্যক্তি ও ঘটনাস্থল

হুগলি: টোটোর মধ্যে মহিলা ও এক শিশু কন্যাকে যৌন হেনস্থার চেষ্টা এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত দশটা নাগাদ রিষড়া ও কোন্নগরের মাঝামাঝি এলাকায় জিটি রোডের উপরে। ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা। পুলিশ ওই যুবককে রাতেই আটক করে। ধৃত ওই যুবকের নাম মিলেন্দ্র ধারা।ওই ব্যক্তি উত্তর ২৪ পরগনার মোল্লাহাট এলাকার বাসিন্দা।স্থানীয় সূত্রে খবর, ওই মহিলা তার নিজের ছোট আট বছরের মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন শ্রীরামপুর থেকে।
সেই কারণে শ্রীরামপুর বটতলা থেকে টোটোয় ওঠেন তারা। ওই একই টোটোতে মাহেশেমাসির বাড়ি থেকে সহযাত্রী হয় ওই যুবক। টোটো রিষড়া পেরিয়ে কোন্নগর ঢোকার মুখেই হাতিরকুল এলাকায় হঠাৎ প্যান্টের চেন খুলে নিজের যৌনাঙ্গ বার করে অভদ্র আচরণ শুরু করে দেয় ওই যুবক। তবে ব্যক্তি বুঝতে পারিনি যে মহিলার সঙ্গে এই অভদ্র আচরণ করছেন তিনি একজন পুলিশের সাব ইন্সপেক্টর।
advertisement
আরও পড়ুন:
advertisement
ওই মহিলা ঘটনার সময় চেঁচামেচি শুরু করতেই স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হয়ে যান। অভদ্র আচরণকারী ওই ব্যক্তি পালিয়ে যেতে গেলে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলে।স্থানীয় এক বাসিন্দা শুভদীপ সরকার তিনি বলেন, মহিলার চেঁচামেচিতে তারা ওই ঘটনাস্থলে পৌঁছান।
আরও পড়ুন:
লোকটিকে ধরে তারা কোন্নগর ফাঁড়িতে নিয়ে আসে।রাস্তা দিয়ে যাতায়াত করা এক নিত্যযাত্রী সায়ন মিত্র তিনি বলেন, রাস্তার মধ্যে জটলা দেখে তিনি দাঁড়িয়ে পড়েন। গিয়ে বুঝতে পারেন সেখানে এক মহিলার সঙ্গে অভদ্র আচরণ করে পালিয়ে যেতে চাইছে ওই ব্যক্তি। তিনি এবং আরও কয়েকজন মিলে যুবককে থেকে আটক করেন। তার যথাযথ শাস্তির জন্য তাকে নিয়ে আসা হয় কোন্নগর ফাঁড়িতে।
advertisement
রাহী হালদার
 
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News | Crime Video: চলন্ত টোটোয় মহিলা পুলিশ কর্মীকে যৌন-হেনস্থা! ধৃত ব্যক্তি যা করছিলেন, ভাবতে পারবেন না!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement