Hooghly News: চন্দননগরে বেজে গেল পুজোর ঘণ্টা! বিজয়ার বিষণ্ণতার মাঝেই সূচনা হল দেবী হৈমন্তিকার আগমন বার্তার
- Reported by:RAHI HALDAR
- hyperlocal
Last Updated:
দশমীর দিনেই জগদ্ধাত্রী পুজোর কাঠামো পূজার মধ্যে দিয়ে শুরু হয়ে যায় চন্দননগরের মহা ফেস্টিভ্যালের কাউন্ট ডাউন।
হুগলি: সারা বাংলার মানুষের মনে যখন বিষাদের সূর, তখন চন্দননগরে শুরু হয়ে গেল আনন্দে মেতে ওঠার প্রস্তুতি। কারণ, দশমীর দিনেই জগদ্ধাত্রী পুজোর কাঠামো পূজার মধ্যে দিয়ে শুরু হয়ে যায় চন্দননগরের মহা ফেস্টিভ্যালের কাউন্ট ডাউন। তাই বিজয়া দশমীর বিষাদের সুরের মধ্যেও আনন্দের ছোঁয়া হুগলির চন্দননগরের মানুষদের মধ্যে।
নিয়ম রীতি মেনে দুর্গা পুজোর দশমীর দিন চন্দননগর জগদ্ধাত্রী পুজোর কাঠামো পুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে যায়। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বেশিরভাগ পুজোর কাঠামো পুজো হয় দুর্গা পুজোর দশমীর দিন।
আরও পড়ুন: মোদির হাতেই প্রাণপ্রতিষ্ঠা, জানুয়ারিতেই রামমন্দিরের উদ্বোধন, সামনে এল তারিখ
উত্তরাঞ্চল বিবিরহাট জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো এবার ৫৭ বছরে পদার্পণ করছে। এখানে এক দিকে যখন উমাকে দশমীর বরণ করার হচ্ছে, তখনই অন্যদিকে হৈমন্তিকার আহ্বানের জন্য কাঠামো পুজোও হচ্ছে। এ বারে তাদের মণ্ডপে নতুন চমক থাকবে, মণ্ডপের মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি সূর্যকান্ত দাস।
advertisement
advertisement
নিয়ম নিষ্ঠা সহকারে ভদ্রেশ্বর গৌরহাটি তেঁতুলতলার ২৩১তম বর্ষের কাঠামো পুজো আয়োজিত হয়েছে এই দিন। কাঠামো পুজোর পর থেকেই চন্দননগরের জগদ্ধাত্রী মায়ের মূর্তি গড়ার কাজ শুরু হয়। দুর্গা পুজোর এক মাস পরে শুরু হয় জগদ্ধাত্রী পুজো।
advertisement
এদিন কাঠামো পুজোর সময় প্রচুর ভক্ত উপস্থিত হয়ে অঞ্জলি দেন তেঁতুলতলায়। এক মা চলে গেল আর এক মা আসার অপেক্ষায় দিন গুনতে শুরু করে দিল আপামর চন্দননগরবাসী।
রাহী হালদার
view commentsLocation :
West Bengal
First Published :
October 25, 2023 9:00 PM IST