Hooghly News: গরমে পাখার হাওয়া খেতে গিয়েই বিপত্তি! মক পোলিং-এর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

Last Updated:

শ্রীরামপুরে লোকসভা ভোটের মক পোল চলাকালীন বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক যুবকের, গরমে হাওয়া খাবে বলে নিজের দিকে পাখা ঘোরাতে গিয়ে ঘটে বিপত্তি!

হুগলি: শ্রীরামপুরে লোকসভা ভোটের মক পোল চলাকালীন বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক যুবকের, গরমে হাওয়া খাবে বলে নিজের দিকে পাখা ঘোরাতে গিয়ে ঘটে বিপত্তি! ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুর ডেনিস গভর্নর হাউসে। রবিবারের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে যুবকের।মৃত ওই ব্যাক্তি চাঁপদানীর বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, রবিবার শ্রীরামপুর ডেনিস গভর্নর হাউসে চলছিল লোকসভার নির্বাচনী প্রস্তুতি পর্ব।ইভিএম কন্ট্রোল ইউনিট ও ভিভি প্যাট চেকিং চলছিল। সেই সময় পেডিস্টাল পাখা ঘোরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হন এক কর্মী। তড়িঘড়ি তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
মৃতের নাম ছোটু রাজভর ,বয়স ২৩। বাড়ি চাঁপদানী খাঁ পুকুর এলাকায়।খবর পেয়ে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে আসে যুবকের প্রতিবেশি ও পরিজন। হাসপাতাল চত্বরে উত্তেজনা কমাতে শ্রীরামপুর থানার পুলিশ লাঠি উঁচিয়ে হাসপাতাল চত্বর খালি করে দেয়।
advertisement
মৃত যুবকের দাদা বলেন, “আমরা সবাই কাজে ছিলাম। ভাইয়ের গরম লাগছিল তাই পাখা ঘোরাতে যায়। তা করতে গিয়েই এমনটা হয়, পাখায় হাত দিতেই পরে গেল আমার ভাই, আর তারপর সব শেষ।”
advertisement
মকপোলে হাজির থাকা বিজেপি প্রতিনিধি স্বপন চক্রবর্তী বলেন, শ্রীরামপুর লোকসভার মকপোল চলছিল। সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।ইভিএম নিয়ে আসা বাক্স খোলার কাজে নিযুক্ত কয়েকজন বসে ছিল। গরম লাগায় স্ট্যান্ড পাখাটা নিজেদের দিকে ঘোরাতে গিয়ে শক খায় এক যুবক। টিনের বাক্সর ফাঁকে পরে থাকায় আমি ভাবি মৃগী। আমি তাকে তুলতে এগিয়ে যাই একজন মহিলা তখন বলেন ও শক খেয়েছে। আমি পিছিয়ে আসি।” জেলা প্রশাসন সূত্রে খবর কী কারণে দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: গরমে পাখার হাওয়া খেতে গিয়েই বিপত্তি! মক পোলিং-এর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement