Hooghly News: প্রকাশ্য রাস্তাতেই চলছে বেআইনি কারবার, সাহস নিয়ে যা করল কলেজ ছাত্রী, তারপর যা ঘটল...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Hooghly News: রাস্তার ধারে খোলা বাজারে বিক্রি হচ্ছিল কচ্ছপের মাংস ! তাই দেখে প্রতিবাদ জানিয়ে কচ্ছপ বাঁচাতে উদ্যোগী হলেন হুগলির উত্তরপাড়ার এক কলেজ পড়ুয়া।
হুগলি: রাস্তার ধারে খোলা বাজারে বিক্রি হচ্ছিল কচ্ছপের মাংস ! তাই দেখে প্রতিবাদ জানিয়ে কচ্ছপ বাঁচাতে উদ্যোগী হলেন হুগলির উত্তরপাড়ার এক কলেজ পড়ুয়া। বিক্রি হওয়া কচ্ছপকে কিনে নিয়ে এসে বাড়িতে তার পরিচর্যা করেন। অবশেষ বন দফতরের সঙ্গে যোগাযোগ করে তাদের হাতে ওই কচ্ছপ তুলে দেন কলেজ ছাত্রী ধ্রুপদী হালদার।
ঘটনার সূত্রপাত বুধবার বিকেলে কলেজ থেকে বাড়ি ফেরার সময়। আর্কিটেকচারের প্রথম বর্ষের ছাত্রী ধ্রুপদী হালদার হুগলির উত্তরপাড়ার দোলতলার বাসিন্দা। বরাবরই সে একজন পশুপ্রেমী। কোথাও কোনও আহত পশুপাখি দেখলে, তাদেরকে যত্ন করে ভাল করে তুলতেন এবং তারপরে তাদের ছেড়ে দিতেন। বুধবার কলেজ থেকে বাড়ি ফেরার সময় তার চোখে পড়ে, উত্তরপাড়ার টিএন মুখার্জি রোডে মাংসের জন্য বিক্রি হচ্ছে বিলুপ্ত প্রায় কচ্ছপ।
advertisement
আরও পড়ুন: বেসরকারি স্কুলগুলিতে অস্বাভাবিক ডোনেশন ও ফি নিয়ে বড় পদক্ষেপ সরকারের? জানুন
লুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ দেখে ধ্রুপদী ওই দুটিকে কিনে বাড়িতে নিয়ে আসেন। নিরাপদ স্থানে প্রাণী দুটিকে ছেড়ে দিতে উদ্যোগী হন। প্রথমে ভাবেন গঙ্গায় ছেড়ে দেবেন। কিন্তু সেখানে জেলেদের জালে পরে আবার প্রাণ সংশয়ের সম্ভাবনা তৈরি হবে। তাই বন দফতরের নম্বর নিয়ে ফোন করে কচ্ছপের কথা জানান। বনদফতর থেকে জানানো হয় তারা কচ্ছপ নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। ছাত্রী ধ্রুপদী হালদার বলেন, বাড়িতে অ্যাকোরিয়াম আছে, সেখানেই কচ্ছপ দুটিকে রেখে দেন । একটি কচ্ছপ একটু জখম ছিল তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। সে আরও জানায়, কচ্ছপের মত প্রাণী যেগুলো এখন লুপ্তপ্রায় সেগুলো হাটে বাজারে বিক্রি বেআইনি জেনেও কী করে বিক্রি হয়। কেন প্রশাসন ব্যবস্থা নেয় না সে প্রশ্ন মনে জাগে। এরপর বুধবার রাতে বন দফতরের কাছে দুটি কচ্ছপ তুলে দেন ওই ছাত্রী।
advertisement
advertisement
এই ঘটনায় স্বভাবতই সুশীল সমাজ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ওই ছাত্রীর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন। এই রকমই উত্তরপাড়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘অনুভূতি’-র পক্ষ থেকে জানানো হয় ওই ছাত্রী নিঃসন্দেহে মানবিক ও সাহসীকতার পরিচয় দিয়েছে৷ এই বিষয় পুলিশ প্রশাসন ও বন দফতরের আরও তৎপরতার প্রয়োজন৷ দরকার পড়লে আগামী দিনে সাধারণ মানুষের মধ্যে বন্য প্রাণী সংরক্ষণ নিয়ে আরও সচেতনতার প্রয়োজন। তাদের আরও বক্তব্য উত্তরপাড়ার নিকটে কোনও জায়গায় বেআইনিভাবে কচ্ছপ এর কারবার চলছে! এই নিয়ে প্রশাসনের আরও বেশি তৎপরতার প্রয়োজন।
advertisement
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
July 13, 2023 3:01 PM IST