Hooghly News: ছবি এঁকে আন্তর্জাতিক সম্মান, ছোট্ট কৌশানী এখন আরামবাগের গর্ব

Last Updated:

Hooghly News: আন্তর্জাতিক মঞ্চে সফল হয়ে আরামবাগের মুখ উজ্জ্বল করল ছোট্ট কৌশানী।

+
কৌশানী সামুই

কৌশানী সামুই

আরামবাগ: ইন্টারন্যাশনাল পিসপোস্টার মেরিট অ্যাওয়ার্ড ২০২২-২০২৩ সালের অনূর্ধ্ব ১৩ বছর বয়সীদের মধ্যে রয়েছে হুগলির মেয়ে। ভারত থেকে প্রথম হয়েছে আরামবাগের ৩ ওয়ার্ডের রবীন্দ্র পল্লীর কৌশানী সামুই। জানা গিয়েছে গোটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনূর্ধ্ব ১৩ বছর বয়সীদের মোট ৬০০টি ছবি ইন্টারন্যাশনাল পিসপোস্টার মেরিট অ্যাওয়ার্ডে পাঠানো হয়েছিল। তার মধ্যে ২৩টি ছবি নির্বাচিত হয়।
এর মধ্যে ভারতের অনূর্ধ্ব ১৩ বছর বয়সীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ক্লাস সেভেনের ছাত্রী কৌশানী সামুই। কৌশানীর বাবা হাই স্কুলের শিক্ষক ও মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। এছাড়াও তার একটি ভাই আছে। কৌশানী বলে, ছোট থেকেই আঁকার প্রতি খুব আগ্রহ ছিল। লুকিয়ে লুকিয়ে ছবি আঁকত। তারপর থেকেই পুরোপুরি বাড়ি থেকে পাশে দাঁড়ানোয় আরও উৎসাহ পায় সে। তাই আজ এই সাফল্য  অর্জন করতে পেরেছে।
advertisement
advertisement
আরও পড়ুন: সন্ধে নামলেই আচমকা জ্বলে উঠছে খড়ের গাদা! বলরামপুরকে গ্রাস করছে ভয়, শুরু শোরগোল
কৌশানীর মা জানান, 'মেয়ের প্রথম থেকেই গানের প্রতি আগ্রহ বেশি ছিল। কিন্তু কৌশানী লুকিয়ে লুকিয়ে ছবি আঁকত। সেই ছবি আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতাম। এরপর থেকেই সে বিভিন্ন আঁকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খুব তাড়াতাড়ি ইন্টারন্যাশনাল পিসপোস্টার মেরিট অ্যাওয়ার্ডের পুরস্কার আনতে বিদেশে যাবে কৌশানী।' কৌশানীর শিক্ষক জানান, 'প্রথম হওয়াতে বেশ ভালই লাগছে। পুরোটাই তার আগ্রহতেই হয়েছে।' তিনি চান আরও নাম করুক কৌশানী।
advertisement
শুভজিৎ ঘোষ
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ছবি এঁকে আন্তর্জাতিক সম্মান, ছোট্ট কৌশানী এখন আরামবাগের গর্ব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement