Hooghly News: ৫০ কোটি টাকা খরচে হুগলিতে চালু হল ১০০ বেডের হরিপাল হাসপাতাল!
- Published by:Piya Banerjee
Last Updated:
Hooghly News: অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা সহ ১০০ বেডের ক্যাপাসিটি নিয়ে গড়ে উঠেছে হরিপাল গ্রামীণ হাসপাতাল। রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধনে সর্বসাধারণের জন্য তা খুলে দেওয়া হয়।
হুগলি: হুগলির হরিপালে নতুন করে তৈরি করা হলো গ্রামীণ হাসপাতালকে। অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা সহ ১০০ বেডের ক্যাপাসিটি নিয়ে গড়ে উঠেছে হরিপাল গ্রামীণ হাসপাতাল। রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধনে সর্বসাধারণের জন্য তা খুলে দেওয়া হয়। এই হাসপাতাল হওয়াতে খুশি এলাকার মানুষজন । হরিপাল গ্রামীণ হাসপাতাল ওই অঞ্চলের একমাত্র গ্রামীণ হাসপাতাল। চিকিৎসা পরিষেবা পেতে প্রতিদিন বহু মানুষের যাতায়াত থাকে হাসপাতালে।
আউটডোর ক্লিনিক পরিষেবা থেকে শুরু করে কোনরকম বহু মূল্য টেস্ট খুবই অল্প খরচে করার সুবিধা পেতেন গ্রামের মানুষরা। তবে অসুবিধা ছিল একটাই হাসপাতালে বেডের সংখ্যা কম থাকায় বেশি সংখ্যক রোগী একসঙ্গে রাখা যেত না। দীর্ঘদিনের মানুষের দাবী ছিল যাতে গ্রামীণ হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো হোক। অবশেষে সেই সময় এসেছে যখন গ্রামবাসীর স্বপ্ন সফল হয়েছে।
advertisement
advertisement
এই বিষয়ে ওই অঞ্চলের বিধায়িকা করবীমান্না বলেন, প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্যয় করে নতুন করে তৈরি করা হয়েছে হরিপাল হাসপাতালকে। সাধারণ মানুষ যাতে চিকিৎসার আরো ভালো সুবিধা পায় সেই বিষয়ে সমস্ত কিছু নজরপাত করা হয়েছে। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রীর কাছে হরিপালের বাসিন্দা হয়ে তাদের আবেদন যদি হরিপাল হাসপাতালকে ভবিষ্যতে স্টেট জেনারেল হাসপাতালে পরিণত করা যায় তাহলে হরিপাল সিঙ্গুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষরা ভালোভাবে চিকিৎসা পরিষেবা পাবেন।
advertisement
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2023 9:52 PM IST