Hooghly Gajan : ৫০০ বছরের পুরোনো মন্দির, মনোবাঞ্ছা পূরণে গাজনে সন্ন্যাস নেন ভক্তরা
- Written by:Bangla Digital Desk
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Hooghly Gajan : গোঘাটের গাজনের মধ্যে অন্যতম চন্ডিপুরের শম্ভুনাথের গাজন। গোঘাটের বিস্তীর্ণ এলাকার গাজন বিভিন্ন জায়গায় হলেও শম্ভুনাথের গাজন ঐতিহ্যপূর্ণ
শুভজিত ঘোষ, গোঘাট: হুগলির গোঘাটের গাজনগুলির মধ্যে অন্যতম চণ্ডীপুরের শম্ভুনাথের গাজন। গোঘাটে বিভিন্ন জায়গায় গাজন হলেও শম্ভুনাথের গাজন ঐতিহ্যপূর্ণ। প্রায় ৫০০ বছরের ধরে চলে আসছেএই গাজন। জানা যায় ছ'টি গ্রাম মিলে ধুমধামের সঙ্গে শুরু হয় শম্ভুনাথের গাজন। প্রতি বছর ২৫০ থেকে ৩০০ জন সন্ন্যাসী জড়ো হন।
গাজনে মন্দিরের চারিদিকে দোকানিরা পসরা সাজিয়ে বসেন। সোমবার থেকে শুরু হয়েছে বাবা শম্ভুনাথের কাছে সন্ন্যাসগ্রহণ । গাজন শুরু এক সপ্তাহ আগে থেকে সন্ন্যাসীরা উড়তি নেয়। বিভিন্ন অনুষ্ঠান মধ্যে দিয়ে এই গাজনে ব্যাপক আনন্দে দিনগুলি কাটায় গ্রামের মানুষ।
আরও পড়ুন : ভিক্ষা দিতে নিষেধ করেও সমাজকর্মীর বিশেষ উদ্যোগে ভিক্ষাজীবীদের পরিবারেও স্বচ্ছলতা ও স্বাচ্ছন্দ্যের আলো
এই বিষয়ে গাজন কমিটির এক ব্যক্তি জানান ১২৩৩ সাল থেকে প্রাচীন রীতি মেনে আজও চলে আসছে বাবা শম্ভুনাথের গাজন। এক মাস ধরে ভোগ রান্না চলে। চণ্ডীপুর শুধু নয়, আশেপাশের বহু মানুষ দূরদূরান্ত থেকে গাজন দেখতে আসে।
advertisement
advertisement
শম্ভুনাথ এতটাই জাগ্রত, কোনও মানুষ মনস্কামনা করলে তাঁদের বিশ্বাস তা পূরণ হয়।বহু ভক্ত বাবার শম্ভুনাথের কাছে মানত করেন। মনস্কামনা পূরণে গাজনে সন্ন্যাস নেন। কেউ কেউ আবার বংশ পরম্পরায় সন্ন্যাসী হয়ে আসছেন বাবা শম্ভুনাথের থানে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Apr 08, 2023 7:36 PM IST






