Humanity : ভিক্ষা দিতে নিষেধ করেও সমাজকর্মীর বিশেষ উদ্যোগে ভিক্ষাজীবীদের পরিবারেও স্বচ্ছলতা ও স্বাচ্ছন্দ্যের আলো

Last Updated:

Humanity : তাঁর মূলমন্ত্র হল দান করবেন না, বিনিয়োগ করুন। তিনি সাধারণ মানুষকে বলছেন ভিক্ষাজীবীদের ভিক্ষা না দিতে

তাঁর মূলমন্ত্র হল দান করবেন না, বিনিয়োগ করুন
তাঁর মূলমন্ত্র হল দান করবেন না, বিনিয়োগ করুন
বারাণসী : ওড়িশার সমাজকর্মী চন্দ্র মিশ্র অভিনব উদ্যোগ নিয়েছেন। তাঁর দৌলতে ১৪ টি দরিদ্র পরিবারের জীবনধারাই পাল্টে গিয়েছে। চন্দ্রর তৈরি সংস্থার নাম দ্য বেগার্স কর্পোরশেন। তাঁর মূলমন্ত্র হল দান করবেন না, বিনিয়োগ করুন। তিনি সাধারণ মানুষকে বলছেন ভিক্ষাজীবীদের ভিক্ষা না দিতে। বরং, তাঁদের উপর মূলধন বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছেন। বিনিয়োগের ৬ মাসের মধ্যে তিনি মূলধন ফিরিয়ে দিয়েছেন। সঙ্গে ১৬.৫ শতাংশ লভ্যাংশ। কোভিড অতিমারির সময় ২০২১ সালের অগাস্টে শুরু হয়েছিল এই সংস্থা। সে সময় বেশ কিছু প্রত্যন্ত মানুষ তাঁর কাছে সাহায্যের জন্য এসেছিলেন।
প্রত্যন্ত ওই মানুষদের তিনি নানা কাজের প্রশিক্ষণ দেন। ব্যাগ তৈরি-সহ নানা কাজ হাতেকলমে শেখান। ধীরে ধীরে আরও বেশি ভিক্ষাজীবীরা তাঁর সংস্থায় যোগ দেন। সমাজের বিশিষ্টরা বাহবা জানান তাঁকে। চন্দ্র বলেন ‘‘আমরা ভাবিইনি এটা করতে পারব। কিন্তু আমরা বিনিয়োগই চেয়েছিলাম, কোনও দান নয়। বিনিয়োগ আমরা পেয়েছি। নির্দিষ্ট সময় যখন এসেছে, আমরা ফেরত দিয়েছি।’’
advertisement
আরও পড়ুন  :  দুই স্ত্রীর সমান অধিকার, সপ্তাহের দিন ভাগ করে দু’জনকেই সঙ্গ দেন স্বামী!
শূন্য থেকে শুরু করা এই সংস্থা আজ ১৪ টি পরিবার পরিণত হয়েছে উদ্যোগীতে। ১২ টি পরিবার ব্যাগ তৈরি করছে। বাকি দুটি পরিবার মন্দিরের কাছে পুজোর সামগ্রী বিক্রি করে। পাশাপাশি শুরু হয়েছে স্কুল অব লাইফ। বারাণসী শহরের বিভিন্ন ঘাটে যে সব শিশুরা ভিক্ষা করে, তাদের আলোর ঠিকানা দেখানোর উদ্দেশেই এই স্কুলের জন্ম।
advertisement
advertisement
ইনোভেটিভ স্টার্ট আপ-এর ক্ষেত্রে প্রশংসিত হয়েছে চন্দ্র মিশ্রর উদ্যোগ। তিনি দেখিয়ে দিয়েছেন, ইচ্ছে থাকলেই ভিক্ষাজীবীদের জীবনও পাল্টে দেওয়া যায়।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Humanity : ভিক্ষা দিতে নিষেধ করেও সমাজকর্মীর বিশেষ উদ্যোগে ভিক্ষাজীবীদের পরিবারেও স্বচ্ছলতা ও স্বাচ্ছন্দ্যের আলো
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement