Hooghly News : রানি এলিজাবেথের মুকুটের আদলে মা দুর্গার মুকুট! স্বীকৃতি ছিল রাজ পরিবারের! মৃত্যুতে শোকার্ত ডিজাইনার প্রিয়াঙ্কা!
- Published by:Piya Banerjee
Last Updated:
Hooghly News : ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের মুকুটের আদালে তৈরি হচ্ছিল দেবী দুর্গার মাথার মুকুট। যা ডিজাইন করেছিলেন বঙ্গতনয়া প্রিয়াঙ্কা মল্লিক। হুগলির বাদিনান গ্রামের মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে মুকুট নিয়ে কথাও হয়েছিল রানির!
#হুগলি: ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের মুকুটের আদালে তৈরি হচ্ছিল দেবী দুর্গার মাথার মুকুট। যা ডিজাইন করেছিলেন বঙ্গতনয়া প্রিয়াঙ্কা মল্লিক। হুগলির বাদিনান গ্রামের মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে মুকুট নিয়ে কথাও হয়েছিল রানির সঙ্গে। কাজ সম্পূর্ণ শেষ হওয়ার আগেই রানির দেহাবসান ঘটে। যার ফলে শোকস্তব্ধ গোটা বিশ্বব্যাপি মানুষের সঙ্গে প্রিয়াঙ্কাও। তার প্রভাব পড়ছে দেবী দুর্গার মুকুটেও।
উত্তর কলকাতার নামজাদা একটি পুজো গৌরীবাড়ি সার্বজনীন এর প্রতিমার মাথায় বসতে চলেছে ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের মুকুটের অনুকরণে মুকুট। সেই কাজ ও চলছিল জোর কদমে। হঠাৎই আসে দুঃসংবাদ। স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে তাঁর চিকিৎসা চলছিল। সেখানেই মৃত্যু হয় ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ মেয়াদী রানীর। রানিকে নিজের ইন্সপ্রিরেশন মনে করতেন প্রিয়াঙ্কা। তাঁর মৃত্যুতে গভীর শোকার্ত ফ্যাশন ডিজাইনার প্রিয়াঙ্কা।
advertisement
রানি দ্বিতীয় এলিজাবেথর মৃত্যু প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানান, তিনি যখন মুকুট টির ডিজাইন করতে শুরু করেন তখন থেকেই ডিজাইন সংক্রান্ত বিষয়ে রানির সঙ্গে কথাও হয়। প্রিয়াঙ্কার কাজের স্বীকৃতি প্রদান করেন ইংল্যান্ডের রাজ পরিবারও। ব্রিটেনের রানির মৃত্যু গভীর ক্ষত ফেলেছে বঙ্গতনয়া প্রিয়াঙ্কার উপর। নিজের ইন্সপ্রিরেশনের প্রয়াণে তিনি একটি শোক বার্তাও পাঠান। প্রিয়াঙ্কা বলেন, রানির মৃত্যুর কারণে তার প্রভাব পড়বে দেবীর মুকুটের ডিজাইনেও কিছুটা পরিবর্তন হতে চলেছে। রানীর অকস্মাৎ মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ডিজাইনের কিছু পরিবর্তন হবে বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা।
advertisement
advertisement
সিঙ্গুর গোলাপ মোহিনী স্কুলের প্রাক্তনী প্রিয়াঙ্কা মল্লিক ইতালীর মিলান থেকে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়েছেন। ই-কমার্সের মাধ্যমে তার ফ্যাশান ডিজাইন পৃথিবীর বিভিন্ন দেশে চলে। রানি এলিজাবেথের জন্মদিনে মাথার টুপির প্রজাপতির ডিজাইন ও প্রিয়াঙ্কার সৃষ্টি। বঙ্গতনয়া ফ্যাশন ডিজাইনার রাষ্ট্রপুঞ্জের একজন সদস্য এবং উপদেষ্টা হিসাবেও কাজ করেন।
রাহী হালদার
view commentsLocation :
First Published :
Sep 10, 2022 10:15 PM IST








