Hooghly News: ২৫০ টাকার একটা লাড্ডু! গণেশ চতুর্থীতে বিশেষ চমক
- Reported by:RAHI HALDAR
- hyperlocal
- Edited by:Pooja Basu
Last Updated:
এই বিশেষ দিন উপলক্ষেই হুগলির চুঁচুড়ার একটি মিষ্টির দোকানের তৈরি হচ্ছে ৫০ গ্রাম থেকে এক কেজি সাইজের লাড্ডু।
হুগলি: গণেশ চতুর্থী উপলক্ষে দোকানে লাড্ডু কেনার ভিড়। সিদ্ধিদাতা গণেশকে ভোগ নিবেদনের জন্য মতিচুরের লাড্ডু একটি অন্যতম প্রসাদ। এই বিশেষ দিন উপলক্ষেই হুগলির চুঁচুড়ার একটি মিষ্টির দোকানের তৈরি হচ্ছে ৫০ গ্রাম থেকে এক কেজি সাইজের লাড্ডু। যার দাম ১০ টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত। এই বিশেষ দিনেই ক্রেতাদের কাছে লাড্ডুর চাহিদা বৃদ্ধি পায়।
advertisement
প্রতি বছর ভাদ্রমাসের শুক্লপক্ষের চতুর্থীতে গণেশ চতুর্থী পালিত হয়। গণেশ চতুর্থীর উত্সবটি ভগবান শিব এবং মা পার্বতীর পুত্র গণেশকে উত্সর্গ করা হয়। এই দিন প্রতিটি বাড়িতে গণেশজিকে বসানো হয়। বাড়ি ছাড়াও বিভিন্ন জায়গায় প্যান্ডেল সাজানো হয়েছে। এবং সিদ্ধিদাতা গণেশের হাতে ভোগ হিসাবে দেওয়া হয় মোদক কিংবা মতিচুড়ের লাড্ডু।
advertisement
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2023 5:08 PM IST