Hooghly News: ফের নিম্নচাপ, ধান কাটার মুখে বৃষ্টির পূর্বাভাসে দুশ্চিন্তায় কৃষকরা

Last Updated:

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে নিম্নচাপ। যার জেরে আতঙ্কে হুগলির কৃষকেরা।

+
চাষিরা

চাষিরা ধান তুলছে  

আরামবাগ: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে নিম্নচাপ। যার জেরে আতঙ্কে হুগলির কৃষকেরা। তার কারণ এই পাকা ধানে বৃষ্টি হলে ব্যাপক ক্ষতির মুখে পড়বে কৃষকরা। বৃষ্টির জেরে একদিকে যেমন ধানের ক্ষতি হবে, পাশাপাশি কমবে ধানের ফলন।
অন্যদিকে আলু চাষের জন্য জমি তৈরিতে বাধা সৃষ্টি হবে। ফলে পিছিয়ে যাবে আলু চাষও। ধান ফলানোর সময় অনা বৃষ্টিতে এমনিতেই পিছিয়ে ছিল আমন ধান চাষ। এরফলে ধানের ফলন কম হবে এমনিতেই আশঙ্কায় ছিল চাষিরা। এবারে বৃষ্টির ফলে যেটুকু ধান ফলছে আর পুরোটাই তুলতে পারবেন নাকি সেই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।
advertisement
advertisement
ইতিমধ্যে জমিতে পরিপক্ক অবস্থায় দাঁড়িয়ে আছে বিঘার পর বিঘা ধান। আর চার পাঁচ দিন পর থেকেই ধান কাটার প্রস্তুতি নিয়েছেন কৃষকেরা কিন্তু তার আগেই বৃষ্টি হলে পাকা ধানে ক্ষয়ক্ষতি হবে।এই বিষয়ে স্থানীয় এক কৃষক জানান, আবহাওয়া দফতর অনুযায়ী নিম্নচাপে জেরে বৃষ্টির সম্ভাবনা আছে। যদি এই সময় বৃষ্টি হয় তাহলে পাকা ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।
advertisement
তাই তার আগেভাগে নিতে যে সমস্ত ধান কাটা আছে সেগুলি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছি এলাকার প্রত্যেকের। এই সময় যদি বৃষ্টি হয় তাহলে ফসলের লাভের অংশ অনেকটাই কমে যাবে। যদিও আকাশের অবস্থা দেখে কিছু কৃষক গোলাই তোলার জন্য তড়িঘড়ি চেষ্টা চালাচ্ছে।
আরও খবর পড়তে ফলো করুন
কিন্তু বৃষ্টি হলে যে ধানের ক্ষতি হবে তা এক প্রকার নিশ্চিত চাষিরা, এবং ব্যাপক আর্থিক সংকটে পড়বে হুগলির কৃষকেরা।
advertisement
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ফের নিম্নচাপ, ধান কাটার মুখে বৃষ্টির পূর্বাভাসে দুশ্চিন্তায় কৃষকরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement