Hooghly News: নিম্নমানের সারেই বিঘার পর বিঘা জমিতে ফলন নেই আলুর, দিশেহারা কৃষক

Last Updated:

জানা যায় এলাকার বেশ কিছু চাষীর প্রায় ৩০-৪০ বিঘা জমিতে আলুর ফলন নেই। পুরো ঘটনা নিয়ে ব্যাপক দিশেহারা মধ্যে রয়েছে চাষীরা

+
title=

আরামবাগ, হুগলি: বিঘার পর বিঘা জমিতে আলুর ফলন নেই।যার জেরে মাথায় হাত আলু চাষীদের। চাষীরা অভিযোগ করছেন সার কোম্পানির দিকে।হুগলি জেলার আরামবাগের মলয়পুর ২ নম্বর পঞ্চায়েতের পূর্ব কেশবপুর এলাকার ঘটনা চাষের সমস্ত নিয়ম মেনেও করলে আলুর ফলন খুব একটা হচ্ছে না।জানা যায় এলাকার বেশ কিছু চাষীর প্রায় ৩০-৪০ বিঘা জমিতে আলুর ফলন নেই। পুরো ঘটনা নিয়ে ব্যাপক দিশেহারা মধ্যে রয়েছে চাষীরা।
এই বিষয়ে এক আলু চাষীরা জানান,সারের জন্যই আলুর ফলন নেই কারণ চাষের সময় আলুবীজ নিয়ম মেনে লাগানো হয়েছিল বলে জানিয়েছেন।তিনি বলেন পাশের একজন চাষী অন্য দোকান থেকে সার কিনেছিল কিন্তু তার আলু গাছ থেকে ফলন ভালো হবে বলেই যায় জানান।অভিযোগ করে বলেন সমবায় সমিতি থেকে সার নিয়েছিলাম যার কারণেই প্রায় আড়াই থেকে তিন বিঘা জমি ফলন হবে না বলেই জানিয়েছেন। অন্য এক চাষী জানিয়েছে এক কাঠা জমিতে এক বস্তাও আলু হবে না বলে জানান।আলুর ফলন না হলে আমরা বাঁচবো কি করে এবং ক্ষতির মুখে পড়বো।সারের কারণে এই ক্ষতিতে ভালো চাষীরা সরকারের কাছে আবেদন জানিয়েছেন।
advertisement
advertisement
অন্যদিকে এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন,পূর্ব কেশবপুর সমবায় সমিতির মাধ্যমে বেশ কয়েকটি এলাকার চাষীকে এই প্রথমবার সার বিতরণ করা হয়েছে। চাষীদের কাছ থেকে যখন অভিযোগ পেলাম সঙ্গে সঙ্গে সার কোম্পানি এবং জেলার আধিকারিককে জানিয়েছি পুরো বিষয়টি দেখার জন্য। বিষয়টি নিয়ে চাষীদের সাথে কর্তৃপক্ষরা যোগাযোগ রাখবে বলে জানিয়েছেন।
advertisement
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: নিম্নমানের সারেই বিঘার পর বিঘা জমিতে ফলন নেই আলুর, দিশেহারা কৃষক
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement