Hooghly News: মৃত নেতা তৃণমূলের অঞ্চল কমিটিতে! শাসক দলের কাণ্ডে শোরগোল হুগলিতে
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Hooghly News: সদ্য যে অঞ্চল কমিটি ঘোষণা হয়েছে তাতে মলয়পুর এক নম্বর অঞ্চলের শ্রীকান্ত সরকার মারা গেছেন বছর-দেড়েক আগে।
হুগলি: মৃত ব্যক্তির নামে রেশন সহ বিভিন্ন অভিযোগ বারে বারে নজরে এসেছে। কিন্তু এখন আবার তার উল্টো চিত্র দেখা গেল। মৃত ব্যক্তির নাম তৃণমূলের অঞ্চল কমিটির তালিকায়। শুনলে হয়ত অবাক হবেন ঠিকই, কিন্তু এমনই ঘটনা ঘটেছে হুগলি জেলার আরামবাগের মলয়পুর ১ নম্বরে। মৃত ব্যক্তির নামে তৃণমূলের অঞ্চল কমিটিতে নাম। ঘটনাকে নিয়ে আরামবাগ মহকুমা জুড়ে ব্যাপক শোরগোল। সদ্য যে অঞ্চল কমিটি ঘোষণা হয়েছে তাতে মলয়পুর এক নম্বর অঞ্চলের শ্রীকান্ত সরকার মারা গেছেন বছর-দেড়েক আগে। কিন্তু অঞ্চল কমিটির লিস্টে তার নাম দিব্যি জ্বলজ্বল করছে।
তালিকা প্রকাশ হওয়ার পর পরিবারের লোকজন হতবাক। এই বিষয় নিয়ে পরিবারের সদস্যরা জানান যদি লোকটা বেঁচে থাকাকালীন সম্মান পেত, তাহলেও কতটা খুশি হতেন বলে বোঝানো যাবে না। প্রয়াত শ্রীকান্ত সরকারের ছেলে বলেন, ''বাবার ব্রেনস্ট্রোক হয় এবং হাসপাতালে তিন চার দিন থাকার পর বাবার মৃত্যু হয়।'' ছেলে আরো জানিয়েছেন, তৃণমূলের পরিচালনা কমিটির সম্পাদক ছিল।
advertisement
advertisement
বেশ কয়েকদিন আগে আরামবাগ ব্লক তৃণমূল কার্যালয়ে স্বপন নন্দী, কৃষ্ণচন্দ্র সাঁতরা এবং শিশির সরকারের উপস্থিতিতে যে কমিটির ঘোষণা হয় তাতে শ্রীকান্ত সরকারের হরফে রতন বাবুর নাম জ্বলজ্বল করছে।এ বিষয়ে স্থানীয় এক তৃণমূল কর্মী দুঃখ প্রকাশ করে জানান, দল যা সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক সিদ্ধান্ত।
advertisement
রাজ্য থেকে যে বার্তা ছিল নতুন অঞ্চল কমিটি ঘোষণা তাতে ঠিকই আছে কিন্তু যে কমিটি হয়েছে তা একতরফা হয়েছে, কাউকে না বলে। দু-একজনকে বলে এই তালিকা প্রকাশ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।তিনি আরও জানিয়েছেন, একজন প্রয়াত নেতা তিনি মারা গেছেন তার নামে দেখে তিনি হতবাক।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 18, 2023 5:37 PM IST