Hooghly News: রাস্তার মাঝেই ইলেকট্রিক পোস্ট! প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
- Reported by:Ananya Chakraborty
Last Updated:
রাস্তার সম্প্রসারণ হয়েছে প্রায় মাস সাতেক আগে। চওড়া রাস্তায় নিত্যযাত্রীদের যাতায়াতের সুবিধা হওয়ার কথা। কিন্তু হচ্ছে তার বিপরীত। চওড়া রাস্তা হয়ে উঠেছে মারুন ফাঁদ। দুর্ঘটনা এখানে প্রায় প্রতিদিন ঘটছে। দুর্ঘটনার কারণ রাস্তা খারাপ তা নয়।
#হুগলি : রাস্তার সম্প্রসারণ হয়েছে প্রায় মাস সাতেক আগে। চওড়া রাস্তায় নিত্যযাত্রীদের যাতায়াতের সুবিধা হওয়ার কথা। কিন্তু হচ্ছে তার বিপরীত। চওড়া রাস্তা হয়ে উঠেছে মারুন ফাঁদ। দুর্ঘটনা এখানে প্রায় প্রতিদিন ঘটছে। দুর্ঘটনার কারণ রাস্তা খারাপ তা নয়। দুর্ঘটনার কারণ রাস্তার উপরে থাকা ইলেকট্রিক পোস্ট। রাস্তা সম্প্রসারণ করলেও রাস্তার দু'ধারে থাকা ইলেকট্রিক পোস্টগুলিকে সরানো হয়নি। যার ফলে রাস্তা সম্প্রসারণের কাজ শেষ হলে সেই ইলেকট্রিক পোস্টগুলি কার্যত রাস্তার উপরে উঠে আসে। আর তাতেই দুর্ঘটনা ঘটছে প্রতিদিনই।
তারকেশ্বর দশঘড়া জাতীয় সড়কের প্রায় ১২ কিলোমিটার রাস্তা এই একই হাল। রাস্তা সম্প্রসারণ হয়েছে কিন্তু সরানো হয়নি বিদ্যুতের খুটি। প্রতি একশো মিটার অন্তর অন্তর রয়েছে এই রকমই বৈদ্যুতিক খুঁটি। দিনের বেলায় আলো থাকার দরুন সে খুঁটি দেখা গেল রাতের বেলায় গোটা রাস্তা জুড়ে কোন আলো নেই। অন্ধকারে মানুষরা বুঝতে না পেরে প্রায়শই ধাক্কা মারছেন লাইট পোস্টগুলিতে। যার ফলে হিতে বিপরীত হচ্ছে নিত্যযাত্রীদের।
advertisement
আরও পড়ুনঃ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রাপ্ত টাকার কম দেওয়ার অভিযোগ!
অনেকেই মনে করছেন এই লাইট পোস্টগুলি যদি দ্রুত সরানোর ব্যবস্থা না হয় তাহলে আগামীতে আরও দুর্ঘটনার সংখ্যা বাড়বে। স্থানীয় এক বাইক আরোহী জানান, মাসখানেক আগেই তার চোখের সামনে লাইট পোস্টে ধাক্কা লেগেছিল আরেক বাইক আরোহীর। সমস্যারও বেশি হয় যখন রাতের বেলায় বড় গাড়ি রাস্তা দিয়ে চলাচল করে। লরিতে সাইড কাটিয়ে বেরোতে গিয়েই ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে ছিলেন এক যুবক। ঘটনায় তার প্রাণহানি হয়। এইরকমই একাধিক দুর্ঘটনা প্রায়সই ঘটে চলেছে ওই রাস্তায়।
advertisement
advertisement
Rahi Haldar
view commentsLocation :
First Published :
December 22, 2022 2:45 PM IST