Panchayat Election 2023: সকাল থেকে মানুষের লম্বা লাইন, কড়া নিরাপত্তায় চলছে ভোট উৎসব
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
প্রত্যেকটা ভোটের বুট কেন্দ্রে পুলিশ এবং সিভিক দিয়ে ভোটের কাজকর্ম চলছে। অশান্তির ঘটনা না ঘটার জন্য কড়া পদক্ষেপের মধ্য দিয়ে নজরদারি চলছে আরামবাগে।
আরামবাগ, হুগলি: শনিবার সকাল থেকে শুরু হলো নির্বিঘ্নে আরামবাগ মহকুমা জুড়ে পঞ্চায়েত ভোট। এদিন সকাল থেকে আরামবাগ মহকুমা জুড়ে সাধারণ মানুষ ভিড় জমায়। তারা নিজেদের ভোট দান করার জন্য লম্বা লাইন পরে বুথে বুথে। ভোটকেন্দ্রে সেন্টাল ফোর্স বিভিন্ন জায়গায় দেখা না মিললেও মহকুমার বিক্ষিপ্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আদা সেনার কর্মীরা। প্রত্যেকটা ভোটের বুট কেন্দ্রে পুলিশ এবং সিভিক দিয়ে ভোটের কাজকর্ম চলছে।
advertisement
উল্লেখ্য, বিগত দিনে নির্বাচনে আরামবাগ মহকুমায় বিশেষ করে খানাকুল এবং গোঘাটের বেশ কিছু জায়গা অশান্তির ঘটনা ঘটে। এবার অশান্তিকে রুখতে পঞ্চায়েত নির্বাচনে সব বুথে না থাকলেও বেশিরভাগ জায়গাতে সেন্টাল ফোর্স মোতায়েন করা আছে। অশান্তির ঘটনা না ঘটার জন্য কড়া পদক্ষেপের মধ্য দিয়ে নজরদারি চলছে।
advertisement
এই বিষয়ে ভোট কর্মীরা জানান, নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। বেশিরভাগ জায়গাতেই সেন্ট্রাল ফোর্স না থাকার কারণে ভয়-ভীতি মধ্য দিয়ে চলছে কাজকর্ম। যদি কোন অশান্তির ঘটনা ঘটে তার দায় কে নিবে তারা প্রশ্ন তুলছেন।
advertisement
গ্রামে এক ভোট দিতে আসা ব্যক্তি জানান, বিগত নির্বাচনে ভোট দিয়েছি সুষ্ঠুভাবে। এবার পঞ্চায়েত নির্বাচনের সকাল সকাল এসে ভোট দিতে লাইনের দাঁড়িয়েছি। এখনো পর্যন্ত গন্ডগোল নজরে আসেনি। সারাদিন মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার জন্য তিনি প্রশাসনের কাছে আবেদন রেখেছেন।
Suvojit Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2023 1:02 PM IST