Hooghly News: প্রাইভেট কারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ছেলে, আশঙ্কাজনক বাবা

Last Updated:

ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারাল ছেলে, আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বাবা। হুগলির খানাকুলের এই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন

খানাকুল থানা 
খানাকুল থানা 
হুগলি: প্রাইভেট কারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারাল ছেলে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বাবা। খানাকুদের এই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
বুধবার রাতে রাজহাটির দিক থেকে একটি প্রাইভেট কার আসছিল। আর ঠিক উল্টো দিক থেকে বাইকে করে যাচ্ছিলেন শেখ ইব্রাহিম ও তাঁর বাবা শেখ আকবর। বাইক চালাচ্ছিলেন শেখ ইব্রাহিম। হুগলির খানাকুলের পোল-২ গ্রাম পঞ্চায়েতের বেহুলা বাস স্ট্যান্ড এলাকায় ওই প্রাইভেট কারের সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ ইব্রাহিমের। গুরুতর জখম হন তাঁর বাবা। তাঁদের বাড়ি খানাকুলের সেনপুর গ্রামে।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুখোমুখি সংঘর্ষের পর ওই চারচাকা গাড়ি এবং বাইকটি খালে পড়ে ‌যায়। তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। সকলকে উদ্ধার করে দ্রুত আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা শেখ ইব্রাহিমকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শেখ আকবরকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ছেলের বাইকে চড়ে শেখ আকবর একটি দরকারে বেরিয়েছিলেন। কিন্তু হঠাৎই তাঁরা খবর পান বাইক দুর্ঘটনায় দুজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে এসে জানতে পারেন ছেলে মারা গিয়েছে। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। এদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খানাকুল থানা। বাইকটির পাশাপাশি প্রাইভেট কারটি খাল থেকে তুলে তারা থানায় নিয়ে গিয়েছে।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: প্রাইভেট কারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ছেলে, আশঙ্কাজনক বাবা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement