Hooghly News: দু'দশক ধরে বেহাল রাস্তা, হাঁটতেও পারছেন না গ্রামবাসীরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
বাম আমল থেকে খারাপ রাস্তা আজও ঠিক হল না, চলাফেরা করতে গিয়ে বিপদে পড়ছেন গ্রামবাসীরা
হুগলি: বাম আমল থেকেই বেহাল রাস্তা। তৃণমূলের আমলের ১২ বছরেও হাল ফেরেনি। বারবার বিষয়টি নিয়ে প্রশাসনের দারস্থ হলেও লাভ হয়নি। ফলে বছরের পর বছর ধরে চরম সমস্যার মধ্য দিয়ে চলতে হচ্ছে খানাকুল-২ ব্লকের পলাশপাই-২ অঞ্চলের খুনিয়াচক এলাকার বাসিন্দাদের। ওই রাস্তা পায়ে হেঁটে যাতায়াত করার অযোগ্যও হয়ে পড়েছে। এমনকি রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকার বাসিন্দাদের দুর্ঘটনার কবলেও পড়তে হয়েছে। এর ফলে কারোর হাত ভেঙেছে আবার কারোর কোমর ভেঙেছে। তবুও হুঁশ ফেরেনি প্রশাসনের।
এই বেহাল রাস্তা প্রসঙ্গে গ্রামবাসীরা জানান, দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তা না থাকার জন্য চরম সমস্যায় পড়তে হচ্ছে। একটু বৃষ্টি হলেই গোটা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে নিত্যদিন কিছু না কিছু দুর্ঘটনায় ঘটছে। বিষয়টি বহুবার প্রশাসনের নজরে আনলেও কোনও পদক্ষেপ করা হয়নি। এই পরিস্থিতিতে স্কুলের ছেলেমেয়েদের কষ্টের মধ্যেই রাস্তা পারাপার করতে হচ্ছে। গ্রামবাসীরা দ্রুত রাস্তা সারাইয়ের দাবি তোলেন।
advertisement
advertisement
অন্যদিকে খানাকুল-২ পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল জানান, বিষয়টি তাঁর জানা ছিল না। তিনি দ্রুত রাস্তা মেরামত করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2023 1:49 PM IST