Hooghly News: জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে সেনা বোঝাই অ্যাম্বুলেন্স
- Reported by:RAHI HALDAR
- hyperlocal
- Published by:sipra roy
Last Updated:
গুড়াপের কংসারিপুরে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স উল্টে গেল রাস্তায়। ।
হুগলি: দ্বাদশীর দিন সকালে পথ দুর্ঘটনার কবলে সেনা বাহিনীর গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স উল্টে যায় রাস্তার উপরে। ঘটনাটি ঘটেছে গুড়াপ থানার অন্তর্গত কংসারিপুরে জাতীয় সড়কে।ঘটনায় গাড়ির মধ্যে থাকা আহতদের পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ হুগলির গুড়াপ থানার অন্তর্গত জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছিল সেনাবাহিনীর গাড়িটি। যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেই জায়গার আশেপাশে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের অনুমান, দ্রুতগতিতে যাওয়ার সময় রাস্তার সম্প্রসারণ এর কাজ হওয়ার দরুন নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। গাড়ির মধ্যেই থাকা সেনাবাহিনীরা বেরিয়ে আসার চেষ্টা করতে থাকেন। দুর্ঘটনা দেখে ছুটে আসন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে এসে পৌঁছায় হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরা।
advertisement
advertisement
এই বিষয়ে, হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামানাশিস সেন জানিয়েছেন, সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সটি বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল। কলকাতাগামী ওই গাড়িটি দুর্গাপুর রোডে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। গাড়িতে থাকা ৬ জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 26, 2023 2:48 PM IST









