Hooghly News: রমজান ও গাজন উৎসব উপলক্ষে অভিনব উদ্যোগ পুলিশের

Last Updated:

রমজান ও গাজন উৎসব উপলক্ষে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষের হাতে ফল তুলে দিল পুলিশ

+
null

null

#আরামবাগ: একইসাথে চলছে মুসলিম সম্প্রদায়ের মানুষদের রমজান মাস (Ramzaan) আর নববর্ষের আগে হিন্দুদের গাজন উৎসব (Gajon Utsob)। ধর্মীয় সম্প্রীতির এই মেলবন্ধনকে উৎসাহিত করতে অভিনব উদ্যোগ নিল আরামবাগ পুলিশ। সংখ্যালঘুদের ইফতারের জন্য এবং গাজন সন্ন্যাসীদের ফলাহারের জন্য তাঁদের হাতে ফল তুলে দিলেন আরামবাগ থানার আইসি বরুণ ঘোষ। আরামবাগ পুলিশের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন আরামবাগবাসীরা। আম, কলা, আপেল, তরমুজ, শসা ও খেজুর তুলে দেওয়া হয় আরামবাগের বিভিন্ন মসজিদ ও মন্দিরগুলোতে (Arambag)।
রমজান মাসে সংখ্যালঘু মানুষেরা উপবাস করেন তাদের ধর্মীয় রীতি অনুসারে। ঠিক তেমনই যে সমস্ত মানুষজন গাজন উৎসবে অংশগ্রহণ করেন তাদেরও কিছু রীতিনীতি পালন করতে হয়৷ সন্ন্যাসীরা উপোস বা ফলাহার করে দিন কাটান৷ আরামবাগ জুম্মা মসজিদের ইমাম জানান, ফল উপহার পেয়ে তাঁরা খুবই খুশি। তিনি বলেন, ধর্মীয় ভেদাভেদ ভুলে সমস্ত মানুষকে একসঙ্গে বাঁচতে হবে৷ পুলিশের এই উদ্যোগকে অভিনন্দন জানান তিনি৷(Hooghly News)
advertisement
মঙ্গলবার সন্ধ্যেবেলায় আইসি বরুণ ঘোষ এর নেতৃত্বে একদল পুলিশকর্মী ঝুড়ি বোঝাই ফল নিয়ে হাজির হন আরামবাগ বারোয়ারিতে। সেখানে তখন চলছিল গাজন উৎসব। সন্ন্যাসীদের হাতে ফলের ঝুড়ি তুলে দেন পুলিশকর্মীরা।
advertisement
Rahi Haldar
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: রমজান ও গাজন উৎসব উপলক্ষে অভিনব উদ্যোগ পুলিশের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement